কিছুদিন আগেই এক ভিডিও সামনে আসে। সেই ভিডিও সামনে আনেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ। বুম্বা দা-র ভক্ত সোনামোনির ভিডিও সামনে আনেন শিলাজিৎ। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সোনামোনির ভিডিও দেখে আপ্লুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কিছুদিন আগেই একটি ভিডিও সামনে আসে। আর সেই ভিডিও সামনে আনেন সঙ্গীত শিল্পী শিলাজিৎ। প্রত্যন্ত এক গ্রামে গিয়ে সোনামোনি নামে এক তরুণীকে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যেয়ের উদ্দেশ্যে একটি লাইভ করেন তিনি। যেখানে সোনামোনিকে বলতে শোনা যায় সে নাকি বুম্বাদার বড় ভক্ত। শুধু তাই নয় শিলাজিৎকেও সে দাদা বলেই ডাকে। তবে শিলাজিৎ-এর থেকেও সে নাকি বুম্বদা'কে বেশি ভালোবাসে। আর এই ভিডিও দেখেই আপ্লুত সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একটি ভিডিও করে তিনি জানান সেকথা। তাঁর ভক্তর উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমাদের জন্যই আমি আছি। খুব তাড়াতাড়ি দেখে হবে।' তিনি এও জানান করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই তিনি তাঁর এই ভক্তর সঙ্গে দেখা করবেন। সুপাস্টার আর তাঁর ভক্তর এই ভিডিও সামনে আসতেই তা ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।