Viral video: ঐন্দ্রিলার মাঝরাতের আবদার মেটালেন সব্যসাচী, ভিডিও শেয়ার করে জানালেন অভিনেতা

Viral video: ঐন্দ্রিলার মাঝরাতের আবদার মেটালেন সব্যসাচী, ভিডিও শেয়ার করে জানালেন অভিনেতা

Published : Nov 27, 2021, 04:44 PM ISTUpdated : Dec 30, 2021, 05:14 PM IST

জীবন যুদ্ধের সঙ্গী বোধ হয় একেই বলে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন যুদ্ধ সকলের জীবন বোধকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছিল। দর্শক থেকে সহকর্মী সকলেই কুর্নিশ জানিয়েছিল তার মনের জোরকে।

জীবন যুদ্ধের সঙ্গী বোধ হয় একেই বলে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন যুদ্ধ সকলের জীবন বোধকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছিল। দর্শক থেকে সহকর্মী সকলেই কুর্নিশ জানিয়েছিল তার মনের জোরকে। ঐন্দ্রিলার যুদ্ধের পাশাপাশি তাঁর সহযোদ্ধা হিসাবে শক্ত হয়ে যিনি দাড়িয়েছিলেন তিনি হলেন তার বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। হাসপালের বেড থেকে আজকের দিন পর্যন্ত সে ঐন্দ্রিলার ছায়াসঙ্গী। সোস্যাল মিডিয়ায় নানা সময় ঐন্দ্রিলার নানা মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করতে দেখা যায় সব্যসাচীকে। এবার গ্যালারি তে থাকা আরও এক মুহুর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা সব্যসাচি চৌধুরী। ঐন্দ্রিলা মাঝরাতের আবদার কীভাবে রেখেছিলেন সব্যসাচী। ভিডিও শেয়ার করে তেমনটাই জানিয়েছেন অভিনেতা। এছাড়াও তিনি লেখেন 'ঐন্দ্রিলার হাসির জন্য সহস্রবার হারতে রাজি'। এই ভিডিওটি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

10:05Dhumketu Dev Subhashree: নৈহাটির বড়মার মন্দিরে দেব-শুভশ্রী, ধূমকেতু নিয়ে কী মানত এই জুটির?
08:21Khadaan : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা
07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব
10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও
03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র
10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব
03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো
05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা