জীবন যুদ্ধের সঙ্গী বোধ হয় একেই বলে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন যুদ্ধ সকলের জীবন বোধকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছিল। দর্শক থেকে সহকর্মী সকলেই কুর্নিশ জানিয়েছিল তার মনের জোরকে।
জীবন যুদ্ধের সঙ্গী বোধ হয় একেই বলে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন যুদ্ধ সকলের জীবন বোধকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছিল। দর্শক থেকে সহকর্মী সকলেই কুর্নিশ জানিয়েছিল তার মনের জোরকে। ঐন্দ্রিলার যুদ্ধের পাশাপাশি তাঁর সহযোদ্ধা হিসাবে শক্ত হয়ে যিনি দাড়িয়েছিলেন তিনি হলেন তার বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। হাসপালের বেড থেকে আজকের দিন পর্যন্ত সে ঐন্দ্রিলার ছায়াসঙ্গী। সোস্যাল মিডিয়ায় নানা সময় ঐন্দ্রিলার নানা মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করতে দেখা যায় সব্যসাচীকে। এবার গ্যালারি তে থাকা আরও এক মুহুর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা সব্যসাচি চৌধুরী। ঐন্দ্রিলা মাঝরাতের আবদার কীভাবে রেখেছিলেন সব্যসাচী। ভিডিও শেয়ার করে তেমনটাই জানিয়েছেন অভিনেতা। এছাড়াও তিনি লেখেন 'ঐন্দ্রিলার হাসির জন্য সহস্রবার হারতে রাজি'। এই ভিডিওটি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।