চেয়ারে বসে রয়েছে শ্রীময়ী ধারাবাহিকের অনিন্দ্য। তাঁকে জড়িয়ে ধরেই গান গাইছে জুন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন ঊষসী অর্থাৎ জুন আন্টি। ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। প্রসঙ্গত, বর্তমানে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। সেই ধারাবাহিকেরই অন্যতম দুই মূল চরিত্র জুন এবং অনিন্দ। জুন এখন নেট দুনিয়ায় রীতিমত পপুলার একটি চরিত্র। সেই জুনেরই এই ভিডিও এখন ঝড় তুলেছে নেট দুনিয়ায়।
চেয়ারে বসে রয়েছে শ্রীময়ী ধারাবাহিকের অনিন্দ্য। তাঁকে জড়িয়ে ধরেই গান গাইছে জুন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন ঊষসী অর্থাৎ জুন আন্টি। ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল নেট দুনিয়ায়। প্রসঙ্গত, বর্তমানে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী। সেই ধারাবাহিকেরই অন্যতম দুই মূল চরিত্র জুন এবং অনিন্দ। জুন এখন নেট দুনিয়ায় রীতিমত পপুলার একটি চরিত্র। সেই জুনেরই এই ভিডিও এখন ঝড় তুলেছে নেট দুনিয়ায়।