আস্তে আস্তে বড় হচ্ছে রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান। কিছুদিন আগেই ইউভানের এক বছরের জন্মদিন পালন হয়েছে। এবার সেই ইউভানকেই দেখাগেল বিমানবন্দরে। শুভশ্রী এবং তাঁর সঙ্গে দেখা গেল পুত্র ইউভানকে। টলমল পায়ে এখন একাই হাঁটছে রাজশ্রী পুত্র। বিমানবন্দরে হঠাৎই একাই ছুটতে শুরু করে ইউভান। মা হাত ধরতে গেলেও ধরা দিতে নারাজ ক্ষুদে তারকা। ছেলেকে সামলাতে নাজেহাল শুভশ্রী। ছেলের ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী।
আস্তে আস্তে বড় হচ্ছে রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান। কিছুদিন আগেই ইউভানের এক বছরের জন্মদিন পালন হয়েছে। এবার সেই ইউভানকেই দেখাগেল বিমানবন্দরে। শুভশ্রী এবং তাঁর সঙ্গে দেখা গেল পুত্র ইউভানকে। টলমল পায়ে এখন একাই হাঁটছে রাজশ্রী পুত্র। বিমানবন্দরে হঠাৎই একাই ছুটতে শুরু করে ইউভান। মা হাত ধরতে গেলেও ধরা দিতে নারাজ ক্ষুদে তারকা। ছেলেকে সামলাতে নাজেহাল শুভশ্রী। ছেলের ভিডিও শেয়ার করলেন রাজ চক্রবর্তী।