'জোশ'-এর হাত ধরে কাছাকাছি সিদ্ধার্থ মালহোত্রা-তৃণা সাহা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বলি তারকা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে নাচে মজলেন তৃণা সাহা। বলি তারকার সঙ্গে টলি সুন্দরীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। তবে জোশ-এর ক্যম্পেনের জন্যই একসঙ্গে দেখা গিয়েছে দু'জনকে।

বলি তারকা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে নাচে মজলেন তৃণা সাহা। বলি তারকার সঙ্গে টলি সুন্দরীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। তবে জোশ-এর ক্যম্পেনের জন্যই একসঙ্গে দেখা গিয়েছে দু'জনকে। ভিডিওয় একেবারে বাঙালি বধূর সাজে দেখা গিয়েছে তৃণা সাহাকে। বাংলায় এই জোশ অ্যাপের ‘মুখ’ হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণা। এই অ্যাপেরই প্রচারে দেখা যাচ্ছে এখন তৃণা সাহাকে। সম্প্রতি প্রচারমূলক একটি গানের ভিডিও মুক্তি পেয়েছে। ‘জোশ রিয়্যাল হ্যায়’-এর প্রচারের মুখ সিদ্ধার্থ এবং দক্ষিণী তারকা হন্সিকা মোতওয়ানি। জোশ রিয়্যাল হ্যায় গানেই বাংলার মুখ হিসাবে দেখা গিয়েছে তৃণা সাহাকে। এছাড়াও সিদ্ধার্থ এবং তৃণাকে একটি রিলে নাচও করতে দেখা গিয়েছে। এপ্রিল এই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে বলে জানা গিয়েছে। তৃণা সাহা মুম্বইতে গিয়েই তাঁর অংশটি শ্যুট করেছেন। এই জোশ অ্যাপের মাধ্যমে সবাই নিজের প্রতিভাকে তুলে ধরতে পারবে। নাচ থেকে শুরু করে গান, রান্না, যেকোনও প্রতিভা প্রকাশ পাবে ‘জোশ’-এ। আর এই জোশ অ্যাপেরই প্রচারের মুখ এখন বাংলার তৃণা।

08:21Khadaan : ২০ কোটি পেরোতেই দুবাইয়ে প্রিমিয়ার খাদানের, দেখুন কী বলছেন দেব-যীশুরা07:47১৭ দিনে প্রায় ১৩ কোটির ঘরে পা রাখল খাদান, আপ্লুত হয়ে বড় ঘোষণা করলেন দেব10:03'বহুরূপীর জন্যই খাদান এত সাফল্য পেয়েছে' কেন এমন বললেন দেব? দেখুন পুরো ভিডিও03:38খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা
Read more