বলি তারকা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে নাচে মজলেন তৃণা সাহা। বলি তারকার সঙ্গে টলি সুন্দরীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। তবে জোশ-এর ক্যম্পেনের জন্যই একসঙ্গে দেখা গিয়েছে দু'জনকে।
বলি তারকা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে নাচে মজলেন তৃণা সাহা। বলি তারকার সঙ্গে টলি সুন্দরীর নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। তবে জোশ-এর ক্যম্পেনের জন্যই একসঙ্গে দেখা গিয়েছে দু'জনকে। ভিডিওয় একেবারে বাঙালি বধূর সাজে দেখা গিয়েছে তৃণা সাহাকে। বাংলায় এই জোশ অ্যাপের ‘মুখ’ হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণা। এই অ্যাপেরই প্রচারে দেখা যাচ্ছে এখন তৃণা সাহাকে। সম্প্রতি প্রচারমূলক একটি গানের ভিডিও মুক্তি পেয়েছে। ‘জোশ রিয়্যাল হ্যায়’-এর প্রচারের মুখ সিদ্ধার্থ এবং দক্ষিণী তারকা হন্সিকা মোতওয়ানি। জোশ রিয়্যাল হ্যায় গানেই বাংলার মুখ হিসাবে দেখা গিয়েছে তৃণা সাহাকে। এছাড়াও সিদ্ধার্থ এবং তৃণাকে একটি রিলে নাচও করতে দেখা গিয়েছে। এপ্রিল এই ভিডিয়োটি শ্যুট করা হয়েছে বলে জানা গিয়েছে। তৃণা সাহা মুম্বইতে গিয়েই তাঁর অংশটি শ্যুট করেছেন। এই জোশ অ্যাপের মাধ্যমে সবাই নিজের প্রতিভাকে তুলে ধরতে পারবে। নাচ থেকে শুরু করে গান, রান্না, যেকোনও প্রতিভা প্রকাশ পাবে ‘জোশ’-এ। আর এই জোশ অ্যাপেরই প্রচারের মুখ এখন বাংলার তৃণা।