লকডাউনে যখন পরিযায়ী শ্রমিকরা নিজেদের বাড়িতে ফিরতে পাচ্ছিলেন না ঠিক সেই সময়েই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছিলেন সনু সুদ। এবার সেই সনু সুদেরই স্থান হল মন্দিরে। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। তাদের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত। তাদের বাড়ি পৌঁছে দিতে বাসের ব্যবস্থাও করেছিলেন তিনি। আর সেই সনু সুদেরই মন্দির তৈরি হল এবার তেলেঙ্গানায়। ডাব্বা থান্ডা গ্রামে তৈরি হয়েছে এই তাঁর মন্দির। মন্দিরের মধ্যে বসানো হয়েছে তাঁর মূর্তিও। উৎসব আর নাচ-গানের মধ্যে দিয়ে উদ্বোধন হল সেই মন্দিরের।