টলি অভিনেত্রীদের মধ্যে এখন একটি জনপ্রিয় নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু টলিউডেই নয় বলিউডেও ছড়িয়েছে তাঁর জনপ্রিয়তা। তাঁর একের পর এক অসাধারণ অভিনয় নজর কেড়েছে দর্শকদের। এবার সেই অভিনেত্রী এক কান্ড ঘটলেন বলাই যায়। পরনে শাড়ি, তাঁর সাজে ফুটে উঠেছে বাঙালিআনা। সেই সাজেই ফুলশয্যা সারলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে সবটাই হল গানের তালে। টুম্পা গানের তালে নাচে মজলেন অভিনেত্রী। নাচে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন আরও অনেকেই। সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয় ভিডিও।