নীল-তৃণার বিয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। সদ্য জামাইষষ্ঠীও সেরেছেন দু'জনে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন নীল-তৃণা। এখন একসঙ্গে বেশ আনন্দেই আছেন দু'জনে। এরই মাঝে আরও এক নতুন ভিডিও পোস্ট নীলের। অন্যদিকে ভিডিও পোস্ট করেছেন তৃণাও। নিজেকে ফিট রাখতে শরীর চর্চায় ব্যস্ত নীল। জিমে গিয়ে শরীর চর্চা চলছে তাঁর। অন্যদিকে ঘরের কাজ একাই সামলাচ্ছেন তৃণা। হাসি মুখেই সব কাজ সামলাচ্ছেন তিনি।