একদিকে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি অন্যদিকে তাঁর স্ত্রী প্রখ্যাত অভিনেত্রী অনুষ্কা শর্মা, আর তাদের ঘরেই আসছে সন্তান। এই খবর প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। ২৭ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অনুষ্কা শর্মা। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর বেবি বাম্প। সেই সঙ্গেই তিনি জানান ২০২১ -এর জন্য অপেক্ষা করে আছেন বিরুষ্কা। সোশ্যাল মিডিয়ার সেই পোস্ট ভাইরাল হয়ে যায় নিমেশের মধ্যে, আর তখন থেকেই শুরু হয় অপেক্ষার। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বিরুষ্কার ঘরে এল এক ফুটফুটে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবা হওয়ার খবরটা নিজেই দিলেন বিরাট কোহলি।