লকডাউনে কলকাতা নয় সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে দিন কাটছে ঋতুপর্ণা সেনগুপ্তর। সারাবছরই শুটিংয়ে ব্যস্ত থাকেন ঋতুপর্ণা। তাই বাড়িতে তেমন সময় দিতে পারেননা বললেই চলে। তবে দীর্ঘ দিন পরে এই লকডাউন যেন তাঁকে পরিবারের অনেকটা কাছাকাছি এনে দিয়েছে। লকডাউনে তিনি যেন একজন কেয়ারিং মাদারও হয়ে উঠেছেন। কাজের চাপে আগে যা সম্ভব হতনা বললেই চলে। ছেলে মেয়েকে আঁকা শেখানো থেকে শুরু করে ক্যারাম খেলা সব মিলে নতুন এক বাঁচার রসদ পেয়েছেন যেন তিনি। তবে তাঁর কথায় লকডাউন শিখিয়েছে অনেক কিছুই। তাঁর কথায় করোনা কেড়ে নিচ্ছে যেমন অনেক কিছুই ঠিক তেমনই মানুষকে খুব সাধারণ ভাবে বাঁচতেও শিখিয়েছে এই করোনাই।