সরস্বতী পুজো মানেই হলুদ শাড়িতে সেজে ওঠে সকলে। বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে ও বলা হয় এই দিনকে। আর এই বিশেষ দিনেই একসঙ্গে দেখা যশ নুসরত। সরস্বতী পুজো উপলক্ষে বাসন্তী রঙের শাড়িতে সেজেছেন নুসরত। নুসরতের সঙ্গেই সরস্বতী পুজোয় দেখা গেল যশ দাশগুপ্তকেও। নুসরত-এর সঙ্গে সরস্বতী পুজো কাটছে এবার যশ-এর। তবে তাঁদের সঙ্গে তাঁদের পুত্রকে দেখা গেল না। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি দুই তারকা। ক্যামেরার সামনেই নুসরতের প্রশংসা করলেন যশ। দারুণ লাগছে নুসরতকে, বললেন যশ দাশগুপ্ত। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। নিজের প্রশংসা শুনে যে নুসরত খুশি হয়েছেন তা তাঁকে দেখেই বেশ বোঝা গিয়েছে। ছেলে ইশান এখন খুবই ছোট তাই তাঁকে বাড়িতে রেখেই দুজনে ঘুরতে বেরিয়ে পড়েছেন বলেই জানালেন যশ এবং নুসরত। এই বিশেষ দিনটা তাঁরা চুটিয়ে মজা করবেন বলেই জানালেন দু'জনে। সারাদিন দুজনের রয়েছে অনেক প্ল্যানও,এমনটাই জানিয়েছেন তাঁরা।
সরস্বতী পুজো মানেই হলুদ শাড়িতে সেজে ওঠে সকলে। বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে ও বলা হয় এই দিনকে। আর এই বিশেষ দিনেই একসঙ্গে দেখা যশ নুসরত। সরস্বতী পুজো উপলক্ষে বাসন্তী রঙের শাড়িতে সেজেছেন নুসরত। নুসরতের সঙ্গেই সরস্বতী পুজোয় দেখা গেল যশ দাশগুপ্তকেও। নুসরত-এর সঙ্গে সরস্বতী পুজো কাটছে এবার যশ-এর। তবে তাঁদের সঙ্গে তাঁদের পুত্রকে দেখা গেল না। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি দুই তারকা। ক্যামেরার সামনেই নুসরতের প্রশংসা করলেন যশ। দারুণ লাগছে নুসরতকে, বললেন যশ দাশগুপ্ত। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। নিজের প্রশংসা শুনে যে নুসরত খুশি হয়েছেন তা তাঁকে দেখেই বেশ বোঝা গিয়েছে। ছেলে ইশান এখন খুবই ছোট তাই তাঁকে বাড়িতে রেখেই দুজনে ঘুরতে বেরিয়ে পড়েছেন বলেই জানালেন যশ এবং নুসরত। এই বিশেষ দিনটা তাঁরা চুটিয়ে মজা করবেন বলেই জানালেন দু'জনে। সারাদিন দুজনের রয়েছে অনেক প্ল্যানও,এমনটাই জানিয়েছেন তাঁরা।