এত দিন তো যুদ্ধটা ছিল মাঠের বাইরেএবং একতরফা তবে দিদির বিয়ে বাঁচতে অজান্তেই আলিয়ার জালে জড়িয়ে পড়ল উমা। নিজের দিদির বিয়ে বাঁচতে , পাত্রপক্ষর পনের দাবি মেটাতে মরিয়া উমা। তাই আলিয়ার কাছে এক রাশ কুণ্ঠা নিয়ে মাইনের অ্যাডভান্স চেয়ে ছিল উমা। ভেবে ছিল আলিয়া তাকে প্রত্যাখানই করবে । কিন্তু উমাকে চমকে দিয়ে উমার বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আলিয়া। আলিয়ার এই অদ্ভুত ব্যবহারে অবাকই হয় উমা। কিন্তু বুঝতে পারে না আলিয়ার পরিকল্পনার কথা। কিছুটা সময় যেতে না যেতেই আলিয়া, এবং তার মা উমাকে তাদের আসল পরিকল্পনার কথা জানান। তারা জানান, উমাকে ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। উমা পরে যায় দোটানায় মা কে দেওয়া কথা মত সে ক্রিকেট বেট ছোবে না। অন্যদিকে তার চাকরি, যেটা না থাকলে অভাবের সংসার, দিদির বিয়ে সবটাই ভেস্তে যেতে পারে। নানা টানাপোড়েন কাটিয়ে উমা আলিয়ার প্রস্তাবে রাজি হয়। এবং মাঠে নামে। তবে শেষ রক্ষা কি হবে? নাকি অভির কাছে ধরা পড়ে যাবে আলিয়ার কারসাজি। এবং উমার প্রতিভা। এই নিয়েই টানটান উত্তেজনায় উমার দর্শকেরা। কি আসতে চলেছে আগামী দিনের টুইস্ট? আর সেই দৃশ্যেরই শুটিং চলেছে। মাঠে নেমে চলছে জোরদার প্র্যাকটিস।
এত দিন তো যুদ্ধটা ছিল মাঠের বাইরেএবং একতরফা তবে দিদির বিয়ে বাঁচতে অজান্তেই আলিয়ার জালে জড়িয়ে পড়ল উমা। নিজের দিদির বিয়ে বাঁচতে , পাত্রপক্ষর পনের দাবি মেটাতে মরিয়া উমা। তাই আলিয়ার কাছে এক রাশ কুণ্ঠা নিয়ে মাইনের অ্যাডভান্স চেয়ে ছিল উমা। ভেবে ছিল আলিয়া তাকে প্রত্যাখানই করবে । কিন্তু উমাকে চমকে দিয়ে উমার বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আলিয়া। আলিয়ার এই অদ্ভুত ব্যবহারে অবাকই হয় উমা। কিন্তু বুঝতে পারে না আলিয়ার পরিকল্পনার কথা। কিছুটা সময় যেতে না যেতেই আলিয়া, এবং তার মা উমাকে তাদের আসল পরিকল্পনার কথা জানান। তারা জানান, উমাকে ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। উমা পরে যায় দোটানায় মা কে দেওয়া কথা মত সে ক্রিকেট বেট ছোবে না। অন্যদিকে তার চাকরি, যেটা না থাকলে অভাবের সংসার, দিদির বিয়ে সবটাই ভেস্তে যেতে পারে। নানা টানাপোড়েন কাটিয়ে উমা আলিয়ার প্রস্তাবে রাজি হয়। এবং মাঠে নামে। তবে শেষ রক্ষা কি হবে? নাকি অভির কাছে ধরা পড়ে যাবে আলিয়ার কারসাজি। এবং উমার প্রতিভা। এই নিয়েই টানটান উত্তেজনায় উমার দর্শকেরা। কি আসতে চলেছে আগামী দিনের টুইস্ট? আর সেই দৃশ্যেরই শুটিং চলেছে। মাঠে নেমে চলছে জোরদার প্র্যাকটিস।