Exclusive Footage Uma- উমার শ্যুটিং-এর এক্সক্লুসিভ ছবি, আলিয়ার জাল কি কাটতে পারবে উমা

এত দিন তো যুদ্ধটা ছিল মাঠের বাইরেএবং একতরফা  তবে দিদির বিয়ে বাঁচতে অজান্তেই আলিয়ার জালে জড়িয়ে পড়ল উমা। নিজের দিদির  বিয়ে বাঁচতে , পাত্রপক্ষর পনের দাবি মেটাতে মরিয়া উমা। তাই আলিয়ার কাছে এক রাশ কুণ্ঠা নিয়ে  মাইনের অ্যাডভান্স চেয়ে ছিল উমা। ভেবে ছিল আলিয়া তাকে প্রত্যাখানই করবে । কিন্তু উমাকে চমকে দিয়ে উমার বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আলিয়া। আলিয়ার এই অদ্ভুত ব্যবহারে অবাকই হয় উমা। কিন্তু বুঝতে পারে না আলিয়ার পরিকল্পনার কথা। কিছুটা সময় যেতে না যেতেই আলিয়া, এবং তার মা উমাকে তাদের আসল পরিকল্পনার কথা জানান। তারা জানান, উমাকে ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। উমা পরে যায় দোটানায় মা কে দেওয়া কথা মত সে ক্রিকেট বেট ছোবে না। অন্যদিকে তার চাকরি, যেটা না থাকলে অভাবের সংসার, দিদির বিয়ে সবটাই ভেস্তে যেতে পারে। নানা টানাপোড়েন কাটিয়ে উমা আলিয়ার প্রস্তাবে রাজি হয়। এবং মাঠে নামে। তবে শেষ রক্ষা কি হবে? নাকি অভির কাছে ধরা পড়ে যাবে আলিয়ার কারসাজি। এবং উমার প্রতিভা। এই নিয়েই টানটান উত্তেজনায় উমার দর্শকেরা। কি আসতে চলেছে আগামী দিনের টুইস্ট? আর সেই দৃশ্যেরই শুটিং চলেছে। মাঠে নেমে চলছে জোরদার প্র্যাকটিস।

এত দিন তো যুদ্ধটা ছিল মাঠের বাইরেএবং একতরফা  তবে দিদির বিয়ে বাঁচতে অজান্তেই আলিয়ার জালে জড়িয়ে পড়ল উমা। নিজের দিদির  বিয়ে বাঁচতে , পাত্রপক্ষর পনের দাবি মেটাতে মরিয়া উমা। তাই আলিয়ার কাছে এক রাশ কুণ্ঠা নিয়ে  মাইনের অ্যাডভান্স চেয়ে ছিল উমা। ভেবে ছিল আলিয়া তাকে প্রত্যাখানই করবে । কিন্তু উমাকে চমকে দিয়ে উমার বাড়ির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আলিয়া। আলিয়ার এই অদ্ভুত ব্যবহারে অবাকই হয় উমা। কিন্তু বুঝতে পারে না আলিয়ার পরিকল্পনার কথা। কিছুটা সময় যেতে না যেতেই আলিয়া, এবং তার মা উমাকে তাদের আসল পরিকল্পনার কথা জানান। তারা জানান, উমাকে ছদ্মবেশে আলিয়ার হয়ে ক্রিকেট খেলতে হবে। উমা পরে যায় দোটানায় মা কে দেওয়া কথা মত সে ক্রিকেট বেট ছোবে না। অন্যদিকে তার চাকরি, যেটা না থাকলে অভাবের সংসার, দিদির বিয়ে সবটাই ভেস্তে যেতে পারে। নানা টানাপোড়েন কাটিয়ে উমা আলিয়ার প্রস্তাবে রাজি হয়। এবং মাঠে নামে। তবে শেষ রক্ষা কি হবে? নাকি অভির কাছে ধরা পড়ে যাবে আলিয়ার কারসাজি। এবং উমার প্রতিভা। এই নিয়েই টানটান উত্তেজনায় উমার দর্শকেরা। কি আসতে চলেছে আগামী দিনের টুইস্ট? আর সেই দৃশ্যেরই শুটিং চলেছে। মাঠে নেমে চলছে জোরদার প্র্যাকটিস।

18:33খাদান নিয়ে দেবকে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন অরিত্র10:32Dev Khadaan: এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের05:31'খাদান দেখতে গিয়ে ভুলেও এই কাজটি করবেন না' ফ্যানেদের কাছে কী অনুরোধ করলেন দেব03:09খাদান সিনেমার সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে দেব, যীশু সহ অন্যান্যরা, দিলেন ভক্তিভরে পুজো05:02RG Kar : 'আপনার কি করার কথা ছিল! বাধ্য করেছেন আপনি' বিস্ফোরক মানসী সিনহা11:39'স্বরূপ বিশ্বাস কিভাবে পদে আছেন সেটাই বুঝতে পারছি না', অকপট মানসী সিনহা05:14RG Kar : বিচারের দাবীতে গর্জন! কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের, রয়েছেন তারকারাও04:05RG Kar Protest : '২৩ দিন হয়ে গেল, প্রয়োজনে পথে নামবো' রবিবাসরীয় কলকাতার রাজপথে প্রতিবাদের গর্জন06:11Actress Payel Mukherjee : গাড়িতে হামলা, হেনস্থা, ভয়ে কেঁদে ফেললেন অভিনেত্রী পায়েল, দেখুন কি হয়েছে06:03'নির্যাতিতার বিচার চাই' আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নামল টলিউড