মারাদোনার প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল জাগলার উত্তম দাস। তিনি মারাদোনাকে তাঁর জাগলিং দেখিয়েছিলেন। সেই সঙ্গেই মারাদোনার একরাশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সল্টলেক স্টেডিয়ামে তিনি মারাদোনাকে তাঁর জাগলিং দেখিয়েছিলেন। তাঁর জাগলিং দেখে বুকে জড়িয়ে ধরেন মারাদোনা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর দমদমের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ফের তিনি মারাদোনাকে কাছ থেকে দেখার সুযোগ পান। মারাদনা তাকে নিজের হাতে সই করা একটি ফুটবল উপহার হিসেবে দেন। সেটি এখনো সযত্নে তিনি রেখে দিয়েছেন। আর তাঁর এই মৃত্যু সংবাদ কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।