বুধবার আইএসএলে (ISL) এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) তৃতীয় প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) দল। ম্য়াচের আগে দলের নানা দিক নিয়ে মুখ খুললেন বাগান কোচ।
বুধবার আইএসএল ২০২১-২২ (ISL 2021-22 ) মরসুমের তৃতীয় ম্য়াচে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। গতবার এই দলের বিরুদ্ধেই ফাইনাল হারতে হয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেডকে। এবার সেই বদলা নেওয়াই লক্ষ্য বাগান শিবিরের। তবে এবার পরপর দুই ম্য়াচ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) ও এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে অ্যান্টোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas)দল। তৃতীয় ম্যাচের আগে দলের প্রস্তুতি, আত্মিশ্বাস, কোন বিভাগে উন্নত করা প্রয়োজন সব বিষয়েই মুখ খুললেন বাগানের স্প্যানিশ কোচ। মুম্বই দলকে এখনও পর্যন্ত গতবারের মত ছন্দে পাওয়া যায়নি। একটি ম্যাচ জিতেছে,একটি হেরেছে। কোচ ও একাধিক প্লেয়ারের পরিবর্তনও হয়েছে। তাই পুরোপুরি ছন্দে পাওয়া না গেলেও, প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ। তবে নিজের দলের বিষয়ে আত্মবিশ্বাসী অ্যান্টোনিও লোপেজ হাবাস। দলের টানা তৃতীয় জয় দেখার অপেক্ষায় সবুজ-মেরুণসমর্থকরা।