ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বের ম্যাচ খলতে শহরে পৌছে গেল বাংলাদেশ ফুটবল দল। ১৫ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলবে তারা। শেষ ম্যাচে কাতারের কাছে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ।
১৫ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা নির্নায়ক পর্বে, সুনীল ছেত্রীর ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে বাংলাদেশ। শুক্রবার সকালেই শহরে পৌছে গেল বাংলাদেশের জাতীয় দল। এই দলের অন্যতম সিনিয়র ফুটবলার মামুনুল ইসলাম। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন তাঁর কাছে খুব চেনা। কারণ প্রথম আইএসএলে এটিকের হয়ে খেলেছিলেন মামুনুল। বলছেন কলকাতা তাঁর কেসেন্ড হোম। তাই শহরে পা দিয়েই নস্টালজিয়ায় ভাসলেন বাংলাদেশের ফুটবলার মামুনুল ইসলাম। শনিবার অনুশীলন করবে গোটা দল।