৭৩ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মোহনবাগান সচিব অঞ্জন মিত্র। সবুজ মেরুনের ক্লাব তাঁবুতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাল কলকাতা ময়দান।
শুক্রবার ভোর রাতে বাইপাসের ধারে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। হাসপাতাল থেকে ট্যাংরার বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ। তারপর মোহনবাগান ক্লাবে নিয়ে আশা হয় প্রাক্তন সচিবের পার্থিব শরীর। সেখানেই মোহনবাগান সদস্য সমর্থকরা শেষ শ্রদ্ধা জানান তাঁদের প্রিয় অঞ্জনদাকে। ক্লাব তাঁবুতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার। অঞ্জন মিত্রের প্রয়াণে শুক্রবার বন্ধ রাখা হয়েছিল মোহনবাগান অনুশীলন। ক্লাবের কোচ থেকে শুরু করে গোটা দলও শ্রদ্ধা জানায় ক্লাবের প্রাক্তন সচিবকে।