ইস্টবেঙ্গল মাঠে বানের জল ঢুকে পরায় খেলাই হল না। তখন বারাসেত মাঠে রঞ্জন ভট্টাচার্যের জর্জ টেলিগ্রাফকে হারিয়ে কলকাতা লিগের খেতাব কার্যত নিজেদের শিবিরে নিয়ে গেল জহর দাসের পিয়ারলেস। ৬১ বছর পর তিন প্রধানের বাইরে আবার কোনও ছোট দল কলকাতার সেরা হল। ম্যাচে শেষে তাই পিয়ারলেস ফুটবলারদের উচ্ছ্বাসটা স্বাভাবিক। রাজার মতই শেষ ম্যাচেও দাপিয়ে খেললেন ক্রোমা। ম্যাচ জেতার জন্য চুম্বনও পেলেন স্ত্রী থেকে। তাঁর জোড়়া গোলেই খেতাব কার্যত নিশ্চিত পিয়ারলেসের। ১৩ গোলে করে লিগের সর্বোচ্চ গোলদাতাও হলেন আনসুমানা ক্রোমা। এদিনও বলছেন তিনিই মেসি। আবারও ক্রোমার মুখে মোহনবাগানের নাম।