ইউরোয় আজ থেকে শুরু রাউন্ড অফ সিক্সটিন-এর নকআউট লড়াই। শেষ আটে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ নামছে চার দল। ওয়েলস বনাম ডেনমার্ক, ইতালি বনাম অস্ট্রিয়া। গ্রুপপর্বে তিনটির মধ্যে দুটি ম্যাচই হেরেছে ডেনমার্ক। অন্যদিকে একটি ড্র, একটি জয় ও একটি হারের সম্মুখীন হয়েছে ওয়েলস। টানটান লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তা জানা যাবে আজ রাতেই। অন্যদিকে শক্তিশালী ইতালির বিরুদ্ধে খেলতে নামছে অস্ট্রিয়া। গ্রুপের তিনটি ম্যাচেই জয় পাওয়ায় আত্মবিশ্বাসী ইতালি শিবির। বিশেষজ্ঞরা মনে করছেন, শুরু থেকেই তাই চাপ থাকবে ফ্রাঙ্কো ফোডার ছেলেদের উপর। কিন্তু অঘটনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ। যেভাবে জার্মানি ও ফ্রান্সকে আটকে দিয়েছে হাঙ্গেরির মত দল, সেখানে অস্ট্রিয়াও অঘটন ঘটাতে পারে আজ। সমানে সমানে টক্করের আশায় আরও একবার রাত জাগতে প্রস্তুত ফুটবল সমর্থকরা।