"ছত্রপতি" শিবাজী মহারাজকে বলা হয় ভারতীয় নৌবাহিনীর জনক।তিনিই প্রথম ভারতীয় রাজা যিনি ৭০০ জাহাজ সম্বলিত একটি আধুনিক নৌবহর গড়ে তোলেন। কারণ তিনি বুঝেছিলেন, শত্রুদের পরাজিত করতে আধুনিক নৌবহর কতটা জরুরি।
"ছত্রপতি" শিবাজী মহারাজকে বলা হয় ভারতীয় নৌবাহিনীর জনক।তিনিই প্রথম ভারতীয় রাজা যিনি ৭০০ জাহাজ সম্বলিত একটি আধুনিক নৌবহর গড়ে তোলেন। কারণ তিনি বুঝেছিলেন, শত্রুদের পরাজিত করতে আধুনিক নৌবহর কতটা জরুরি। দাক্ষিণাত্যের একাধিক সম্রাটের ছিল বিশাল বিশাল নৌবহর। আজও ভারত সেই ধারাকে সসম্মানে টিকিয়ে রেখেছে। সারা বিশ্বের সামনে অন্যতম সেরা নৌবাহিনী হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় নৌবাহিনী। আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর-সহ বিভিন্ন আন্তর্জাতিক জলভাগে যুদ্ধের মহড়া দিয়ে নানা সময়ে শক্তি প্রদর্শন করে ভারতীয় নৌবাহিনী। নিজ কৃতিত্বে ভারতীয় নৌবাহিনী আদায় করে নিয়েছে সারা বিশ্বেব্যাপী সম্মান। ৪ ডিসেম্বর ভারতীয় "নৌসেনা দিবস" হিসাবে পালন করা হয়।কিন্তু এই দিনটি ভারতীয় নৌসেনা প্রতিষ্ঠা দিবস নয়।এই ৪ ডিসেম্বর পালন করার পেছনে রয়েছে অন্য একটি কারন।১৯৭১ সালে ভারত–পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল পাকিস্তানের করাচি বন্দরের ওপর।আর এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল "অপারেশন ট্রাইডেন্ট" । ৫০০ পাকিস্তানি নৌ আধিকারিক মারা যায় । এই অভিযানে ভারতীয় নৌ-সেনার তিনটি মিসাইল নৌকা "আইএনএস নিপাত", "আইএনএস নির্ঘাত" এবং "আইএনএস বীর" গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই অপারেশনে ভারতীয় নৌবাহিনীরা সাফল্য দেখেছিল সারা বিশ্ব। আর তাদের এই অসীম বীরত্ব ও সাফল্যের স্মৃতি স্বরূপ ৪ ডিসেম্বর দিনটিকে "নৌসেনা দিবস" হিসাবে পালন করা হয়।এই দিনটির জন্য ভারতীয় নৌ আধিকারিকরা ১ ডিসেম্বর মুম্বইয়ে মহড়া চলাকালীন নিজেদের দক্ষতা প্রদর্শন করেন । মুম্বইয়ের আরব সাগরে এই মহড়া হয় ।