কলকাতার সল্টলেকের সেক্টর ১-এ ক্যালকাটা ৬৪ কাফে। কাফে সামনেই তৈরি হয়েছিল একটা বড় গর্ত। রাস্তায় এই গর্তের জেরে ঘটছিল দুর্ঘটনাও। ক্যালকাটা ৬৪ কাফে উদ্যোগেই সারাই হল সেই রাস্তা।
রাস্তা খারাপ হওয়া কোনও নতুন বিষয় নয়। বহু জায়গায় এমন ছবি ধরা পড়ে। যার জেরে প্রতিনিয়ত সমস্যার সম্মুখিন হতে হয় সাধারণ মানুষকে। যার জেরে পথ দুর্ঘটনাও ঘটে হামেশাই। তবে এই রাস্তার অবস্থা খারাপ দেখেও অনেকেই পাশ কাটিয়ে চলে যান। আর এই ক্ষেত্রেই ব্যতিক্রমী দেবজিৎ পাল। নিজের কাফে সামনে রাস্তা খারাপ দেখে তা মেরামতির বিশেষ উদ্যোগ নেন তিনি নিজেই। কলকাতার সল্টলেকের সেক্টর ১-এ ক্যালকাটা ৬৪ কাফে। অনেক দিন ধরেই এই কাফে ঠিক সামনের রাস্তায় একটি গর্ত তৈরি হয়েছিল। সেখানে একটি ম্যানহোলের চারপাশে তৈরি হয়েছিল গর্তটি। আর সেই গর্তের জেরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা। গর্ত এতটাই বড় হয়ে যাচ্ছিল যে সেখান দিয়ে যাতায়াত করার সময় একটু অন্যমনস্ক হলেই ঘটছিল দুর্ঘটনা। আর সেটাই সারাইয়ের বিশেষ উদ্যোগ নেয় কাফে কর্মীরাই। প্রশাসনের জন্য অপেক্ষা করে বসে না থেকেই কাফের কর্মীরা কোমর বেঁধে নেমে পড়েন রাস্তা সারাইয়ের কাজে। সারাইয়ের জন্য ওই জায়গাটা ঘিরেও দেন তাঁরা। আর তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।