Christmas 2021: সান্তার বেশে তৃতীয় লিঙ্গের মানুষরা, বড়দিনে বিলি করলেন এক রাশ উপহার

Christmas 2021: সান্তার বেশে তৃতীয় লিঙ্গের মানুষরা, বড়দিনে বিলি করলেন এক রাশ উপহার

Published : Dec 25, 2021, 10:26 PM ISTUpdated : Dec 27, 2021, 02:17 PM IST

বড়দিন মানেই যীশুখ্রিস্টের জন্মদিন পালন। বড়দিন মানেই সান্তার একরাশ উপহার। এরইমধ্যে সকলের নজর টানল একদল সান্তাক্লস। সান্তার মতো মাথায় টুপি দিয়ে তাঁরা বিলোলেন কতকিছু।
 

বড়দিন মানেই অনেককিছু। শীতের রোদ গায়ে মেখে মেতে ওঠা যীশুখ্রিস্টের জন্মদিন পালনে। এই জন্মদিন পালনে যেমন থাকে সান্তা ক্লস-এর দেওয়া উপহার তেমনি থাকে কেক এবং পিকনিকের মেজাজে এতি-উতি ঘুরে বেড়ানো। ফলে, ২৫ ডিসেম্বর কলকাতার শহরের পথ-ঘাট ছিল উৎসবমুখর মানুষের ভি়ড়ের ঘেরাটোপে। আর এরমধ্যে সকলের নজর টানল একদল সান্তাক্লাস। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বালিগঞ্জ ফাঁড়ি, ইএম বাইপাস বিন্ডিং মোড়, হায়াত রিজেন্সি এবং  ফুলবাগান ক্রসিং-এর সামনে দেখা মিলল তাঁদের। সান্তার মতো মাথায় টুপি দিয়ে তাঁরা বিলোলেন কতকিছু। বড়দিনের মানেই মিলন উৎসব। মানুষে মানুষে মিলন। সব রাগ-ঘৃণা-দ্বেষকে ভুলে একে অপরের আত্মার কাছে আসা। খোদ যীশুও -তো এই বাণী ছড়িয়ে দিয়েছিলেন। ফলে এই সান্তাক্লসদের দেখে কারও মনেই কোনও দূরত্ব তৈরি হয়নি। তাই তাঁদের তৃতীয় লিঙ্গের মানুষ মনে করেই পথ চলতি সকলে থমকে দাঁড়িয়েছেন। হাত পেতে নিয়েছেন এই সান্তাদের দেওয়া সব উপহার। আসলে অভিনব এই সান্তাদের নিয়ে এমন এক অনুষ্ঠানের আয়োজন করেছিল উরিবাবা বলে একটি সংস্থা। যার অন্যতম কর্ণধার অভিনেতা তথা পরিচালক এবং প্রযোজক সৌরভ চক্রবর্তী। তাঁর কথায়- হিজড়া সমাজের মানুষদের দেখে অনেকেই অনেকরকম মনোভাব পোষণ করেন। কিন্তু এইসব মানুষদেরও এই সমাজকে যে অনেককিছু দেওয়ার রয়েছে তা এমন এক প্রচারাভিযানের মাধ্যমে তুলে ধরে চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, সংস্থার আর এক কর্ণধার অমিত বোস জানিয়েছেন, সমাজের বুকে এই মানুষগুলোরও যে পজিটিভ কনট্রিবিউশনের জায়গা রয়েছে তা এদিন তুলে ধরাটাই ছিল লক্ষ্য। রাস্তার কোনও ক্রসিং-এ প্রায়শই দেখা যায় যে অর্থ চাইছেন হিজড়েরা। কিন্তু এই মানুষগুলো যে অর্থ চাওয়ার বাইরেও মানুষকে কিছু উপহার বিলি করতে পারে তা কতজন জানতেন। এদিনের এমন এক অভিনব উদ্যোগ নিশ্চিতভাবে দেখিয়ে দিল যে সকলেই আমরা সকলের তরে। যা একটা সময় বলে গিয়েছিলেন খোদ যীশু।

10:52দীপু দাসের হত্যা, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি RSS প্রধান মোহন ভাগবতের
03:44'মুসলিমদের এমন আচরণে আমাদের মাথা নত হয়ে যায়' বাংলাদেশ নিয়ে মন্তব্য মাদানির
04:26India Bangladesh : বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার, দেশজুড়ে তীব্র বিক্ষোভ! হিন্দু ঐক্যের ডাক
12:05'হিন্দু মেরে ইসলামিক দেশ হতে চাইছে বাংলাদেশ' হস্তক্ষেপ করবেন মোদী?
08:05Bangladesh India : 'ভারতকে চোখ রাঙালে বরবাদ হবে বাংলাদেশ' হুঁশিয়ারি ভারতীয় মুসলিম সমাজের
07:26Bangladesh Unrest : দিকে দিকে খুন আর অগ্নিসংযোগ, মৌলবাদীদের তাণ্ডবে তছনছ বাংলাদেশ
05:48India Bangladesh : ভারত বিদ্বেষ, বাংলাদেশের ভবিষ্যৎ কী? বিশেষজ্ঞের চাঞ্চল্যকর মন্তব্য!
20:23অনুপ্রবেশকারী ইস্যুতে ধুন্ধুমার! রাজ্যসভায় বিস্ফোরক শমীক, পাল্টা তোপ তৃণমূলের
04:15'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
06:08সংসদে 'SIR' নিয়ে বিরোধীদের কড়া জবাব, বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন সুধাংশু ত্রিবেদী