Christmas 2021: সান্তার বেশে তৃতীয় লিঙ্গের মানুষরা, বড়দিনে বিলি করলেন এক রাশ উপহার

বড়দিন মানেই যীশুখ্রিস্টের জন্মদিন পালন। বড়দিন মানেই সান্তার একরাশ উপহার। এরইমধ্যে সকলের নজর টানল একদল সান্তাক্লস। সান্তার মতো মাথায় টুপি দিয়ে তাঁরা বিলোলেন কতকিছু।
 

বড়দিন মানেই অনেককিছু। শীতের রোদ গায়ে মেখে মেতে ওঠা যীশুখ্রিস্টের জন্মদিন পালনে। এই জন্মদিন পালনে যেমন থাকে সান্তা ক্লস-এর দেওয়া উপহার তেমনি থাকে কেক এবং পিকনিকের মেজাজে এতি-উতি ঘুরে বেড়ানো। ফলে, ২৫ ডিসেম্বর কলকাতার শহরের পথ-ঘাট ছিল উৎসবমুখর মানুষের ভি়ড়ের ঘেরাটোপে। আর এরমধ্যে সকলের নজর টানল একদল সান্তাক্লাস। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বালিগঞ্জ ফাঁড়ি, ইএম বাইপাস বিন্ডিং মোড়, হায়াত রিজেন্সি এবং  ফুলবাগান ক্রসিং-এর সামনে দেখা মিলল তাঁদের। সান্তার মতো মাথায় টুপি দিয়ে তাঁরা বিলোলেন কতকিছু। বড়দিনের মানেই মিলন উৎসব। মানুষে মানুষে মিলন। সব রাগ-ঘৃণা-দ্বেষকে ভুলে একে অপরের আত্মার কাছে আসা। খোদ যীশুও -তো এই বাণী ছড়িয়ে দিয়েছিলেন। ফলে এই সান্তাক্লসদের দেখে কারও মনেই কোনও দূরত্ব তৈরি হয়নি। তাই তাঁদের তৃতীয় লিঙ্গের মানুষ মনে করেই পথ চলতি সকলে থমকে দাঁড়িয়েছেন। হাত পেতে নিয়েছেন এই সান্তাদের দেওয়া সব উপহার। আসলে অভিনব এই সান্তাদের নিয়ে এমন এক অনুষ্ঠানের আয়োজন করেছিল উরিবাবা বলে একটি সংস্থা। যার অন্যতম কর্ণধার অভিনেতা তথা পরিচালক এবং প্রযোজক সৌরভ চক্রবর্তী। তাঁর কথায়- হিজড়া সমাজের মানুষদের দেখে অনেকেই অনেকরকম মনোভাব পোষণ করেন। কিন্তু এইসব মানুষদেরও এই সমাজকে যে অনেককিছু দেওয়ার রয়েছে তা এমন এক প্রচারাভিযানের মাধ্যমে তুলে ধরে চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, সংস্থার আর এক কর্ণধার অমিত বোস জানিয়েছেন, সমাজের বুকে এই মানুষগুলোরও যে পজিটিভ কনট্রিবিউশনের জায়গা রয়েছে তা এদিন তুলে ধরাটাই ছিল লক্ষ্য। রাস্তার কোনও ক্রসিং-এ প্রায়শই দেখা যায় যে অর্থ চাইছেন হিজড়েরা। কিন্তু এই মানুষগুলো যে অর্থ চাওয়ার বাইরেও মানুষকে কিছু উপহার বিলি করতে পারে তা কতজন জানতেন। এদিনের এমন এক অভিনব উদ্যোগ নিশ্চিতভাবে দেখিয়ে দিল যে সকলেই আমরা সকলের তরে। যা একটা সময় বলে গিয়েছিলেন খোদ যীশু।

03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর04:04BSF : সাহস দেখুন! বিএসএফ-এর উপর হামলা ও অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশী পাচারকারিদের03:13Nepal Earthquake Today : ভূমিকম্প! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার কলকাতা04:13'এই ভাইরাস ভারতে নতুন নয়', এইচএমপিভি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা02:49HMPV India : ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস এইচএমপিভি! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, উদ্বেগ বাড়ছে দেশে03:40PM Modi : নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : মোদী09:59'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে' নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক নরেন্দ্র মোদী03:14China HMPV Virus : ফের হবে লকডাউন? চিনে দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস! আতঙ্ক ভারতেও? দেখুন10:04গ্রামের মানুষদের জন্য দারুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন কী বলছেন05:59'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব' মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর