যার চণ্ডীপাঠ নিয়ে এক সময় আপত্তি ছিল ব্রাহ্মণ সমাজের, মহালয়ার ভোরে তাঁরই চন্ডীপাঠ চলে ঘরে ঘরে

যার চণ্ডীপাঠ নিয়ে এক সময় আপত্তি ছিল ব্রাহ্মণ সমাজের, মহালয়ার ভোরে তাঁরই চন্ডীপাঠ চলে ঘরে ঘরে

Published : Oct 06, 2021, 12:55 AM ISTUpdated : Oct 06, 2021, 11:46 AM IST

মহালয়া মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ। একসময় গোঁড়া রক্ষণশীল ব্রাহ্মণসমাজ এর বিরোধিতা করেছিল। 'পুণ্য মহালয়ার ভোরে অব্রাহ্মণের কণ্ঠে চণ্ডীপাঠ শোনা মহাপাপ', এমন কথাও বলেছিল রক্ষণশীল ব্রাহ্মণসমাজ। বাঙালির দুর্গাপুজোর সূচনা হয় মহালয়ায়। আর সেই মহালয়ার সাথে জড়িয়ে রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে ধরনের চণ্ডীপাঠ আমরা এখন শুনি, প্রথম দিকে কিন্তু উনি ওই ভাবে উচ্চারণ করতেন না। পুরো দলটিকে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী বেদান্ততীর্থ মহাশয়। এই অনুষ্ঠানটি আবার ষষ্ঠীর সকালে ফিরে এসেছিল ১৯৩৬ সালে। নাম ছিল ‘মহিষাসুর বধ’। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এই অনুষ্ঠান। 

মহালয়া মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে চণ্ডীপাঠ। একসময় গোঁড়া রক্ষণশীল ব্রাহ্মণসমাজ এর বিরোধিতা করেছিল। 'পুণ্য মহালয়ার ভোরে অব্রাহ্মণের কণ্ঠে চণ্ডীপাঠ শোনা মহাপাপ', এমন কথাও বলেছিল রক্ষণশীল ব্রাহ্মণসমাজ। বাঙালির দুর্গাপুজোর সূচনা হয় মহালয়ায়। আর সেই মহালয়ার সাথে জড়িয়ে রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে ধরনের চণ্ডীপাঠ আমরা এখন শুনি, প্রথম দিকে কিন্তু উনি ওই ভাবে উচ্চারণ করতেন না। পুরো দলটিকে যথাযথ পরামর্শ দিয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী বেদান্ততীর্থ মহাশয়। এই অনুষ্ঠানটি আবার ষষ্ঠীর সকালে ফিরে এসেছিল ১৯৩৬ সালে। নাম ছিল ‘মহিষাসুর বধ’। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে এই অনুষ্ঠান। 

05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী
10:10Tejas Crash : শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তেজস-কে বাঁচাতে, চোখের জলে শেষ বিদায় শহিদ পাইলটকে
06:49Chirag Paswan: 'বিহার জয় করেছি, এবার বাংলা জয় করব', তৃণমূলকে হুঙ্কার চিরাগ পাসওয়ানের