এবার থেকে আপনি যদি ত্রুটিপূর্ণ হেলমেট পরে বাইক চালান, তাহলে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। দেশে পথ দুর্ঘটনার হার কমাতে ১৯৯৮ সালের মোটর ভেহিকল অ্যাক্ট আপডেট করেছে ভারত সরকার। আর সেই আপডেটের ফলেই ভুল ভাবে যাঁরা হেলমেট পরে বাইক চালাবেন, বা হেলমেটে যদি স্ট্র্যাপ না থাকে, কিংবা সেটি যদি ছিঁড়ে যায় সবক্ষেত্রেই চালককে ২০০০ টাকা জরিমানা হিসেবে দিতে হবে
এবার থেকে আপনি যদি ত্রুটিপূর্ণ হেলমেট পরে বাইক চালান, তাহলে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। দেশে পথ দুর্ঘটনার হার কমাতে ১৯৯৮ সালের মোটর ভেহিকল অ্যাক্ট আপডেট করেছে ভারত সরকার।