ফের প্রকাশ্যে এল ভারতীয় সেনাদের মানবিকতার ছবি। ভিডিওতে দেখা গিয়েছে উঁচু বরফের চাদরে ঢেকেছে দুর্গম রাস্তা। সেই হাটু বরফ ডিঙিয়েই হেটে চলেছে ভারতীয় সেনা। তাঁদের কাঁধে রয়েছে মা ও তাঁর সদ্যজাত সন্তান। বরফে আটকে ছিলেন এই মা ও তাঁর সদ্যজাত। তাদেরকেই উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। ২৩ জানুয়ারি ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার একটি প্রত্যন্ত এলাকায়।