১৮২০ সালে, কলকাতা থেকে প্রকাশিত অন্য একটি ইংরেজি দৈনিক ‘ The Friends of India' যার পরে নাম হয় ‘ The Times of India' সেই সংবাদপত্রে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিষয়ে একটি লেখা ছাপা হয়। যেখানে প্রকাশিত হয়, "চন্দননগরে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু হয় ১৭৯০ সালে,
'কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নাকি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ' কোন পুজো ছিল বাংলার প্রথম জগদ্ধাত্রী পুজো - তার উত্তর সত্যিই আজও অজানা। এমনকি আশ্চর্যের বিষয় সেসময়ের সংবাদপত্রগুলিও আশ্চর্যজনকভাবে এবিষয়ে নীরব। কলকাতা থেকে প্রকাশিত ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হিকি সাহেবের 'বেঙ্গল গেজেট' জগদ্ধাত্রী পুজো নিয়ে একটাও কিছু লেখে নি! ১৭৮০ সালে হিকি সাহেবের সংবাদপত্রে জগদ্ধাত্রী পুজোর উল্লেখ না থাকলেও ১৮২০ সালে, কলকাতা থেকে প্রকাশিত অন্য একটি ইংরেজি দৈনিক ‘ The Friends of India' যার পরে নাম হয় ‘ The Times of India' সেই সংবাদপত্রে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিষয়ে একটি লেখা ছাপা হয়। যেখানে প্রকাশিত হয়, "চন্দননগরে সার্বজনীন জগদ্ধাত্রী পুজো শুরু হয় ১৭৯০ সালে, লক্ষ্মীগঞ্জ এলাকায়। লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচুপাটি নামক একটি স্থানে হয় জগদ্ধাত্রী পুজো।" চন্দননগরের এই 'লক্ষীগঞ্জ' এলাকাকে, রবার্ট ক্লাইভ 'বাংলার শস্য ভান্ডার’ বলে উল্লেখ করেছেন। কিন্তু সংবাদপত্রে সার্বজনীন পুজোর বিষয়ে উল্লেখ থাকলেও কৃষ্ণচন্দ্র কিম্বা ইন্দ্রনারায়ণের পুজোর কোনও উল্লেখ ছিল না।