হিমাচলের (Himachal) পিরপঞ্জাল রেঞ্জের ৫২৪৯ মিটার শৃঙ্গ জয় করে রেকর্ড করে ফিরলেন পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর থানার রামকানালি গ্রামের বাসিন্দা মিলন চট্টোপাধ্যায় (Milan Chatterjee)। আসানসোলের মাউন্টেন লাভার্স এসোসিয়েশনের ১১জনের একটি দলের সাঙ্গে হিমাচল অভিযানে গিয়েছিলেন পুরুলিয়ার মিলন। ফ্রেন্ডশিপ পিক জয় করে আতঙ্ককে হারিয়ে একরাশ এডভ্যাঞ্চার নিয়ে ফিরলেন গ্রামে। সম্প্রতি উত্তরাখণ্ড সহ বিভিন্ন পর্বতারোহণ বা পার্বত্য অঞ্চলের ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। সেই সময় হিমাচলের পিরপঞ্জাল রেঞ্জের ৫২৪৯মিটারের ফ্রেন্ডশিপ পিক আরোহণ করে পুরুলিয়ার গ্রামে ফিরেলেন মিলন চট্টোপাধ্যায়। আসানসোল মাউন্টেন লাভার্স এর ১১জনের একটি দল গত ১৬ই অক্টোবর আসানসোল থেকে ট্রেন ধরে হিমাচল অভিযানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ২০ অক্টোবর দলটি সোলাঙ থেকে ধুন্ডি হয়ে ৩৮৪০ মিটার উঁচুতে ফ্রেন্ড শিপ বেশ ক্যাম্পে পৌঁছন। খুব চ্যালেঞ্জের সঙ্গে তারা শৃঙ্গ জয় করেন। অতিরিক্ত ঠান্ডার জেরে গরম জলও বরফ হয়ে যাওয়ায় জল পর্যন্ত তারা পান করতে পারেননি বলে জানান মিলন বাবু। এই দলেই ছিলেন রঘুনাথপুর ১ নাম্বার ব্লকের রামকানালি গ্রামের মিলন চট্টোপাধ্যায়। প্রকৃতির সাথে লড়াই করে হিমাচল প্রদেশের বরফের পাহাড় জয় করে এসে শোনালেন তার অ্যাডভেঞ্চারের কাহিনি।
হিমাচলের (Himachal) পিরপঞ্জাল রেঞ্জের ৫২৪৯ মিটার শৃঙ্গ জয় করে রেকর্ড করে ফিরলেন পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর থানার রামকানালি গ্রামের বাসিন্দা মিলন চট্টোপাধ্যায় (Milan Chatterjee)। আসানসোলের মাউন্টেন লাভার্স এসোসিয়েশনের ১১জনের একটি দলের সাঙ্গে হিমাচল অভিযানে গিয়েছিলেন পুরুলিয়ার মিলন। ফ্রেন্ডশিপ পিক জয় করে আতঙ্ককে হারিয়ে একরাশ এডভ্যাঞ্চার নিয়ে ফিরলেন গ্রামে। সম্প্রতি উত্তরাখণ্ড সহ বিভিন্ন পর্বতারোহণ বা পার্বত্য অঞ্চলের ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে। সেই সময় হিমাচলের পিরপঞ্জাল রেঞ্জের ৫২৪৯মিটারের ফ্রেন্ডশিপ পিক আরোহণ করে পুরুলিয়ার গ্রামে ফিরেলেন মিলন চট্টোপাধ্যায়। আসানসোল মাউন্টেন লাভার্স এর ১১জনের একটি দল গত ১৬ই অক্টোবর আসানসোল থেকে ট্রেন ধরে হিমাচল অভিযানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ২০ অক্টোবর দলটি সোলাঙ থেকে ধুন্ডি হয়ে ৩৮৪০ মিটার উঁচুতে ফ্রেন্ড শিপ বেশ ক্যাম্পে পৌঁছন। খুব চ্যালেঞ্জের সঙ্গে তারা শৃঙ্গ জয় করেন। অতিরিক্ত ঠান্ডার জেরে গরম জলও বরফ হয়ে যাওয়ায় জল পর্যন্ত তারা পান করতে পারেননি বলে জানান মিলন বাবু। এই দলেই ছিলেন রঘুনাথপুর ১ নাম্বার ব্লকের রামকানালি গ্রামের মিলন চট্টোপাধ্যায়। প্রকৃতির সাথে লড়াই করে হিমাচল প্রদেশের বরফের পাহাড় জয় করে এসে শোনালেন তার অ্যাডভেঞ্চারের কাহিনি।