করোনা ভয় কাটিয়ে শৃঙ্গ জয়। পর্বতারোহীর দুঃসাহসিক অভিজ্ঞতা। চার শৃঙ্গে দেবাশিস। পালক জুড়ল আমদাবলাম জয়ের। এভারেস্ট বেস ক্যাম্পে এখন কোভিডের ছড়াছড়ি। ৫ মে এভারেস্ট বেস ক্যাম্প থেকে ১৭ জনকে কাঠমাণ্ডু নিয়ে যাওয়া হয়। এরা সকলেই প্রবল জ্বর-গা-হাত পা ব্যাঁথা এবং সর্দিতে ভুগছিলেন। এই ১৭ জন পর্বতারোহীর শরীরেই মিলেছে করোনাভাইরাসের অস্তিত্ব। সেখানথেকেই রীতিমতন কোভিড-কে ফাঁকি দিয়ে আমাদাবলাম-সহ চার শৃঙ্গ জয় করেছেন পর্বতারোহী দেবাশিস বিশ্বাস।