চেন টেনে নদীর উপরে রেলগাড়ি থামাল যাত্রী, প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনের তলায় ঢুকলেন চালক

৬ মে দক্ষিণ রেল তাদের ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করে। ক্যাপশনে তারা লিখেছে যে ১১০৫৯ নম্বর গোদান এক্সপ্রেস আচমকাই সেন্ট্রাল রেলওয়ের মুম্বই ডিভিশনের তিতওয়ালা এবং খাদাভলি ট্রেশনের মাঝে নদী ব্রিজের উপর থমকে যায়। কেউ একজন ট্রেনের অ্যালার্ম চেন টেনে দিয়েছিল। 
 

ট্রেনে থাকা অ্যালার্ম চেন-এর সুইচে নদীর উপরে থমকে গেল ট্রেন। আর সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়ায়। দক্ষিণ রেলের পক্ষ থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও-তে দেখা যাচ্ছে কীভাবে থমকে যাওয়া ট্রেনের নিচে ঢুকছেন চালক। একে নদী। তারউপরে ব্রিজের সঙ্কীর্ণ জায়গা। প্রায় হামাগুড়ি দেওয়ার মতো করে নদীর উপরে ব্রিজে থমকে যাওয়া ট্রেনের নিচে ঢোকেন চালক। মুহূর্তের অসতর্কতা যে কোনও ভাবে ট্রেনের চালক সতীশকুমারকে নিচের নদীতে নিয়ে গিয়ে ফেলে দিতে পারতো। ৬ মে দক্ষিণ রেল তাদের ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করে। ক্যাপশনে তারা লিখেছে যে ১১০৫৯ নম্বর গোদান এক্সপ্রেস আচমকাই সেন্ট্রাল রেলওয়ের মুম্বই ডিভিশনের তিতওয়ালা এবং খাদাভলি ট্রেশনের মাঝে নদী ব্রিজের উপর থমকে যায়। কেউ একজন ট্রেনের অ্যালার্ম চেন টেনে দিয়েছিল। এরফলে ওই অ্যালার্ম চেনকে হাতে করে রিসেট করতে হয় চালককে। যার জন্য নদী ব্রিজের উপরেই প্রাণ হাত করে প্রায় হামাগুড়ি দিয়ে ট্রেনের নিচে প্রবেশ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সতীশ কুমার। রেলের পক্ষ থেকে তাই এই পোস্টে আবেদনও করা হয়েছে অত্যন্ত জরুরি না থাকলে শখে বা অবিবেবচকের মতো কেউ যেন অ্যালার্ম চেন না টানেন। সতীশকুমারের এই সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। পোস্টের নিচে সতীশের জন্য প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। আর সেই সঙ্গে যে বা যারা অ্যালার্ম চেন টেনেছিল তাদের আচরণের সমালোচনাও করেছেন নেটিজেনরা। 

06:15PM Modi: রামনবমীতে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদীর, দেখুন কী বলছেন প্রধানমন্ত্রী08:10Rajeev Chandrasekhar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও05:09SSC Scam Case : ২৬ হাজার চাকরি গেল, কারা দায়ী! কী বলল সুপ্রিম কোর্ট? দেখুন10:45'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং | Lalan Singh10:44Waqf Amendment Bill : 'ওয়াকফ ট্রাস্ট, কোনও ধর্মীয় প্রতিষ্ঠান নয়' ব্যাখ্যা দিয়ে ধুয়ে দিলেন লালন সিং07:41'এই চোপ...কিচ্ছু জানে না, শুধু বকর বকর' এক ধমকে TMC সাংসদদের চুপ করিয়ে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়07:54'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill07:53Waqf Bill Debate : 'সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' সংসদে বিস্ফোরক কিরেন রিজিজু07:58ওয়াকফ সংশোধনী বিল : মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন নাকি বিরোধিতা? | Waqf Amendment Bill 202507:58Waqf Amendment Bill 2025 : ওয়াকফ সংশোধনী বিল: মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন নাকি বিরোধিতা? দেখুন প্রতিক্রিয়া