স্বামীর পিছনে প্রায় গদার মতো ধরা ব্যাট নিয়ে ধাওয়া করছেন স্ত্রী। আর সুযোগ পেলেই ব্যাটের ঘা বসিয়ে দিচ্ছেন স্বামীর উপরে। এই সিসিটিভি ফুটেজ এখন প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। জানা গিয়েছে ঘটনাটি রাজস্থানের আলওয়ারের।
আলওয়ারের ভিওয়াড়ি-তে খাড়ওয়াড়া সরকারি স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক অজিত যাদব। রাজস্থানে চাকরি করলেও আদতে তিনি হরিয়ানার বাসিন্দা। বছর নয়েক আগে বিয়ে করেছিলেন। বিয়ের প্রথম ৪ বছর মধুচন্দ্রিমার মতো ছিল অজিত যাদব এবং তাঁর স্ত্রীর সম্পর্ক। কিন্তু এরপর থেকেই ঝামেলা শুরু। মাঝে মাঝেই স্বামী এবং সাত বছরের ছেলেকে রেখে বাপের বাড়ি চলে যান স্ত্রী। অভিযোগ এরপর তিনি যখন ফেরত আসেন তখন যেন স্বামীর উপরে রুদ্রমূর্তি ধারণ করেন। ঝগড়া এবং স্বামীকে পেটানো নিত্য অভ্যাসে পরিণত করেছেন স্ত্রী। এমনই অভিযোগ অজিতের। উপায় না পেয়ে স্ত্রীর অত্য়াচারের প্রমাণ রাখতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসান অজিত। আর সেই সিসিটিভি ফুটেজেই ধরা পড়েছে যে কীভাবে স্বামী অজিতের পিছনে ব্যাট নিয়ে ধাওয়া করেছেন স্ত্রী। এই সিসিটিভি ফুটেজ নিয়ে এখন আদালতের শরণাপন্ন হয়েছেন অজিত। আবেদন করেছিলেন যাতে স্ত্রী-র অত্যাচারের হাত থেকে বাঁচতে তাঁকে সুরক্ষা দেয় সরকার। অজিত এও জানিয়েছে, ছেলে এতদিন ছোট ছিল, তাই স্ত্রীর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেননি। তবে, ছেলের এখন সাত বছরের উপরে বয়স হয়েছে, মা-এর অত্যাচার একটু একটু করে বুঝতে শিখেছে। তাই আর দেরি না করে তাঁর এবং ছেলের জন্য নিরাপত্তা দাবি করেছিলেন আদালতের কাছে। অজিতের আর্জি শুনেছে আদালত। আপাতত পুলিশ হোমগার্ড দিতে বলা হয়েছে অজিত এবং তাঁর ছেলের নিরাপত্তায়। যদিও, অজিতের স্ত্রীর বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। তাই এক্ষেত্রে সরাসরি পুলিশে কোনও অভিযোগ দায়ের করা যায়নি।