করোনার ভয়ে আগেও অনেককেই প্রতিবেশীদের কাছে হেনস্থা হতে হয়েছে। কখনও চিকিৎসক তো কখন নার্স, করোনার কারণে হেনস্থা হওয়া এখন নতুন কিছুই নয়। এবার সেই একই কারণে হেনস্থা হতে হল এক বিমান সেবিকাকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরের রামরতন মুখার্জী লেনে। সেখানকারই বাসিন্দা সুদীপা অধিকারী -কে বেশ কিছু দিন ধরেই হেনস্থা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। বাদ যায়নি মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজও। এই প্রসঙ্গে ওই বিমান সেবিকা জানান বেশ কিছুদিন ধরে তার এলাকার কিছু প্রতিবেশী প্রকাশ্যে তাকে বিভিন্ন সময়ে অপমান করছেন। তাঁর চরিত্র নিয়ে অশালীন মন্তব্য করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। রাতে তাঁর ডিউটি থাকলে বিমান সেবিকার বেশে তিনি ফ্ল্যাট থেকে বেরোলে তার পোশাক নিয়েও নোংরা ইঙ্গিত করে হয়। পাড়ার লোকেদের কথায় তিনি নাকি করোনার জীবাণু নিয়ে আসছে বলেই যার ফলে এলাকার লোকেরা সংক্রমিত হবে। তাঁকে তাই পাড়ায় থাকতে দেওয়া যাবে না। এমনকি পিটিশন দিয়ে এলাকা থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিচ্ছেন তাঁরা। পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনও ফল হয়নি বলে তাঁর অভিযোগ। এই অবস্থায় বয়স্ক বাবা ও মা -কে নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন এই বিমান সেবিকা।