Babri Masjid : বাবরি মসজিদ তৈরির আগেই কোটি কোটি টাকা! ১১টি ট্রাঙ্ক ভর্তি অনুদান গুনছেন ৩০ জন

Babri Masjid : বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে টাকার পাহাড়! মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ তৈরির জন্য ট্রাঙ্ক ভর্তি অনুদান গুনছেন ৩০ জন। নোট গোনার মেশিন বসিয়ে চলছে গণনা। ৩০০ কোটির এই প্রকল্পে এখনও পর্যন্ত কত টাকা জমা পড়ল? দেখুন ভাইরাল ভিডিও

Share this Video

Babri Masjid : ঘরের মেঝেতে উপুড় করা হচ্ছে একের পর এক টাকার ট্রাঙ্ক। চারিদিকে ঘিরে বসে সেই টাকা গুনছেন প্রায় ৩০ জন মানুষ। আনা হয়েছে নোট গোনার মেশিনও। কোনো সরকারি ট্রেজারি বা ব্যাঙ্ক নয়, এই চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদের রেজিনগরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে। বিধায়ক নিজেই ফেসবুক লাইভে এই টাকা গোনার দৃশ্য প্রচার করেছেন।

জানা গিয়েছে, এই বিপুল অর্থ আসলে রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’ তৈরির অনুদান। গত ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের দিনই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন কবীর। তাঁর দাবি অনুযায়ী, এই মসজিদ নির্মাণে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। সেই উদ্দেশ্যেই সাধারণ মানুষ ও বিভিন্ন দাতা মুক্তহস্তে দান করেছেন।

‘পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-র তত্ত্বাবধানে রবিবার সন্ধ্যা থেকে শুরু হয় এই টাকা গণনা। বিধায়ক জানান, মোট ১১টি ট্রাঙ্ক ভর্তি টাকা জমা পড়েছে। রাত ১২টা পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খুলে প্রায় ৩৭ লক্ষ টাকা নগদ পাওয়া গেছে। পাশাপাশি, শুধুমাত্র কিউআর কোড (QR Code) স্ক্যান করেই জমা পড়েছে ৯৩ লক্ষ টাকা। সব মিলিয়ে ইতিমধ্যেই ১ কোটি ১০ লক্ষ টাকার বেশি তহবিল সংগ্রহ হয়েছে।

হুমায়ুন কবীরের দাবি, টাকার কোনো অভাব হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি একাই এই প্রকল্পের জন্য ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রেজিনগরে এই বাবরি মসজিদ তৈরির উদ্যোগ এবং বিধায়কের বাড়িতে টাকার এই প্রদর্শনী রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Related Video