ব্যারাকপুরে ম্যানহোলের নিচে ২টি তাজা বোমা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাফাইকর্মীরা

গুলিকাণ্ডের পর এবার বোমাকাণ্ডে চাঞ্চল্য ব্য়ারাকপুরে। ব্যারাকপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কুমার পট্টি এলাকায় এই ঘটনা। সকালে নর্দমা পরিস্কার করার সময় এই ম্যানহোলে বোমা উদ্ধার। ঘটনাস্থল থেকে ২টি বোমা উদ্ধার করেন সাফাইকর্মীরা। পরে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। দিন কয়েক আগেই ব্যারাকপুরে রেস্তোরাঁয় গুলি চালায় দুষ্কৃতীরা। একটি বিরিয়ানির দোকানে ঢুকে এই গুলি চালিয়েছিল তারা। এই ঘটনায় বিরিয়ানির দোকানের ২ কর্মী জখম হয়েছিলেন। 
 

দিন কয়েক আগেই ব্যারাকপুরে রেস্তোরাঁয় ঢুকে দিনের আলোয় গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। এতে রেস্তোরাঁর ২ কর্মী জখম হয়েছিলেন। দিন দুপুরে এই ঘটনা রীতিমতো আতঙ্ক ফেলে দিয়েছিল। সেই ঘটনার রেশ মেলানো না, তারমধ্যে ফের শিরোনামে ব্যারাকপুর। এবার ম্যানহোলের নিচ থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। বুধবার নর্দমা সাফ করছিলেন ব্যারাকপুর পুরসভার কর্মীরা। বন্ধ ম্যানহোলের ঢাকনা খুলে তারা নিচেও নেমেছিলেন। আর সেখান থেকেই মেলে এই দুটি তাজা বোমা। কোনওভাবে অসতর্কতায় বোমাতে জোরে আঘাত পড়লেই তা ফেটে যাওয়া সম্ভাবনা ছিল। স্বাভাবিকভাবেই কানের পাশ দিয়ে এভাবে মৃত্যুদূত বেরিয়ে যাওয়া আতঙ্কে কাঁপছেন পুরসভার সাফাইকর্মীরা। যেখানে এই ঘটনাটি সেটা হল ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড। এলাকার নাম কুমারপট্টি। বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ।  তারা বোমা দুটি নিয়ে গিয়ে নিস্ক্রিয় করে দেয়। 

02:23রাহুল-আথিয়ার বিয়ে, তোড়জোড় শুরু ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান06:35যোশীমঠের ভূমিধ্বসের পরিস্থিতি ভয়াবহ, মোদীর নির্দেশে বিশেষ টিম উত্তরাখন্ডে23:18এশিয়ানেট সংলাপ- 'দ্রুত গরম হচ্ছে ভারত মহাসাগর, বাড়ছে বিপদ'- মাধবন নায়ার03:05জাতীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন অর্জুন সিং04:01কৃষকের হাতে জাতীয় পতাকা , স্বাধীনতা দিবসের অভিনব ছবি ভারত-বাংলাদেশ সীমান্তে08:34'পরিবারতন্ত্র পরিবারের উন্নতি করে, দেশের উন্নতি করতে পারে না, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন মোদী04:31স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা মোদির, 'আগামী ২৫ বছরে ৫ টি পরিকল্পনা সংকল্পকে আমাদের পূরণ করতে হবে'04:49India@75: কমলাদেবী চট্টোপাধ্য়ায় যিনি আধুনিক ভারত গঠনে নিয়েছিলেন ভূমিকা 03:26Asianet Samvad: ৭৫ তম স্বাধীনতার বর্ষে দেশ এখন অনেক মজবুতে ভিতে দাঁড়িয়ে, বললেন বিদেশমন্ত্রী 03:59ভারত বাংলাদেশ গেদে সীমান্তে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস