Asianet Samvad: ৭৫ তম স্বাধীনতার বর্ষে দেশ এখন অনেক মজবুতে ভিতে দাঁড়িয়ে, বললেন বিদেশমন্ত্রী

এশিয়ানেট নিউজ সম্বাদের মখোমুখি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্সক্লুসিভ এই সাক্ষাৎকারে দেশ নিয়ে অনেক কথাই বলেছেন জয়শঙ্কর। জানিয়েছেন কীভাবে গত ১০ বছরে দেশের লক্ষ্যবস্তু অনেকটা সরেছে এবং যা ভারতকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের সামনে প্রতিষ্ঠা দিয়েছে।

/ Updated: Aug 14 2022, 09:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সম্প্রতি প্রকাশ পেয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি বই, যার নাম দ্য ইন্ডিয়া ওয়ে। সেখানেই তিনি স্পষ্ট করেছেন যে এখন আন্তর্জাতিক মঞ্চে ভারত আর মিউ মিউ করবে না, সেটা সমস্ত উন্নত রাষ্ট্রই বুঝতে পেরেছে। ভারত তার বিদেশনীতি ঠিক করবে সম্পূর্ণভাবে দেশবাসীর স্বার্থকে মাথায় রেখে। এশিয়ানেট নিউজ সম্বাদেও যেন তেমনই সুর শোনালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির ঠিক আগের মুহূর্তে বিদেশমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন অজিত হনুমাকানভার, যিনি এশিয়ানেট সুবর্না নিউজের এডিটর ইন-চিফ। অজিতের প্রশ্ন ছিল যে স্বাধীনতার ৭৫ বছরে বিদেশমন্ত্রী হিসাবে তিনি মনে করছেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে জয়শঙ্কর জানান, যে সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে স্বাধীনতা গ্রহণের পর চলার রাস্তাটা অতটা সহজ ছিল না। দেশ উন্নতি করেছে, এগিয়েছে সত্যি। কিন্তু এমন এমন অনেক কাজ হওয়াটা দরকার ছিল যা হয়ে ওঠেনি। এর ফল ভুগতে হয়েছে দেশবাসীকে। কিন্তু, গত ১০ বছরে দেশ এক শক্ত ভিত তৈরি করতে পেরেছে। এর ফলে দেশবাসী এক নতুন উৎসাহ পেয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চেও এই মজবুত ভিত ভারতকে এক শক্তিশালীল রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশে সাহায্য করেছে। 

Read more Articles on