দিল্লির মুনারকার ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়তে পারে মৃতের সংখ্যা। এখনও খোঁজ নেই ২৯ জনের, জ্বলন্ত ইমারতে উদ্ধার আরও দেহাবশেষ। শনিবার বিকেলে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন। জখমদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা কেজরিওয়ালের।
ইতিমধ্যেই দিল্লির মুনারকার এই অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যু হয়েছে ।
দিল্লি অগ্নিকাণ্ডে ভয়াবহ হচ্ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শনিবার কিছু দেহাবশেষও উদ্ধার হয়েছে। এছাড়াও এখনও ২৯ জনের খোঁজ নেই। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এর ফলে মৃতের সংখ্যা ৫০ ছাড়ানোর আশঙ্কা রয়েছে। শনিবার বিকেলে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। জখমদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন সেইসঙ্গে। এদিকে, এই বহুতলের ফায়ার সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখছে সরকারের সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে এই বহুতলে একাধিক অফিস থাকলেও এমার্জেন্সি এক্সিট একটাই ছিল। এছাড়াও বহুতলে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। শনিবার সকাল থেকে পুড়ে খাক হয়ে যাওয়া বহুতলের সামনে ভিড় করেছিলেন পরিজনরা। যদি প্রিয়জনের বেঁচে থাকা খবরটা পাওয়া যায়। একজন জানিয়েছন বহুতলে একটি অফিসে কাজে এসেছিলেন তাঁর স্ত্রী। অগ্নিকাণ্ডের সময় তিনি সেখানেই ছিলেন। তাঁর আপাতত কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইল সুইচ অফ হয়ে রয়েছে।