অশোকনগরে ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা। স্বপন পাত্র নামে ওই ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে ইডি-র একটি দল গিয়ে তল্লাশি শুরু করে। তাদের সঙ্গে ছিল সিআরপিএফ। এমনকী তল্লাশি অভিযানের জন্য সিআরপিএফ দলে মহিলা জওয়ানদেরও রাখা হয়েছিল। জানা গিয়েছে স্বপনের বিরুদ্ধে আর্থিক তচ্ছরূপের অভিযোগ এনেছে ইডি।
বাংলাদেশে ৩০০ কোটি টাকার প্রতারণা। আর সেই অর্থ নাকি পাচার হয়েছে এপার বাংলায়। বাংলাদেশের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের কাছ থেকে পাওয়া তথ্যে কলকাতার লাগোয়ার ৯টি জায়গায় তল্লাশি চালাল ইডি। শুক্রবার সকালে দমম, দক্ষিণ ২৪ পরগণার পোলেরহাট এবং অশোকনগরের একাধিক জায়গায় এই তল্লাশি শুরু হয়। সিআরপিএফ জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে তল্লাশি অভিযান করে ইডি। জানা গিয়েছে, একাধিক ভুয়ো সংস্থা খুলে বাংলাদেশের একাধিক ব্যাঙ্কে প্রতারণা করা হয়। এই মোট প্রতারণার মূল্য ৩০০ কোটি টাকা। হাওলার মাধ্যমে সেই অর্থ পশ্চিমবঙ্গে আসে বলে জানা গিয়েছে। অশোকনগরের এমন একটি বাড়িতে ইডি-র অফিসাররা সকেল তল্লাশি করে। জানা গিয়েছে, সম্প্রতি এই বাড়িটি স্বপন পাত্র বলে কেউ কিনেছিল। যদিও, ইডির মতে স্বপন নয় বাড়িটি কিনেছিলেন সুকুমার মৃধা বলে একজন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। মনে করা হচ্ছে বাংলাদেশ থেকে আসা ৩০০ কোটি টাকায় এই সম্পত্তি কেনা হয়েছিল। বাংলাদেশ দুর্নীতি দমন শাখার অভিযোগ, এমন একাধিক স্থানে সম্পত্তি কিনে রাখা হয়েছে প্রতারণার ৩০০ কোটি টাকায়।