বাংলাদেশ থেকে ৩০০ কোটি টাকা পাচার রাজ্যে, ৯ জায়গায় তল্লাশি ইডির

অশোকনগরে ব্যবসায়ীর বাড়িতে ইডি-র হানা। স্বপন পাত্র নামে ওই ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে ইডি-র একটি দল গিয়ে তল্লাশি শুরু করে। তাদের সঙ্গে ছিল সিআরপিএফ। এমনকী তল্লাশি অভিযানের জন্য সিআরপিএফ দলে মহিলা জওয়ানদেরও রাখা হয়েছিল। জানা গিয়েছে স্বপনের বিরুদ্ধে আর্থিক তচ্ছরূপের অভিযোগ এনেছে ইডি। 

বাংলাদেশে ৩০০ কোটি টাকার প্রতারণা। আর সেই অর্থ নাকি পাচার হয়েছে এপার বাংলায়। বাংলাদেশের ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের কাছ থেকে পাওয়া তথ্যে কলকাতার লাগোয়ার ৯টি জায়গায় তল্লাশি চালাল ইডি। শুক্রবার সকালে দমম, দক্ষিণ ২৪ পরগণার পোলেরহাট এবং অশোকনগরের একাধিক জায়গায় এই তল্লাশি শুরু হয়। সিআরপিএফ জওয়ানদেরকে সঙ্গে করে নিয়ে তল্লাশি অভিযান করে ইডি। জানা গিয়েছে, একাধিক ভুয়ো সংস্থা খুলে বাংলাদেশের একাধিক ব্যাঙ্কে প্রতারণা করা হয়। এই মোট প্রতারণার মূল্য ৩০০ কোটি টাকা। হাওলার মাধ্যমে সেই অর্থ পশ্চিমবঙ্গে আসে বলে জানা গিয়েছে। অশোকনগরের এমন একটি বাড়িতে ইডি-র অফিসাররা সকেল তল্লাশি করে। জানা গিয়েছে, সম্প্রতি এই বাড়িটি স্বপন পাত্র বলে কেউ কিনেছিল। যদিও, ইডির মতে স্বপন নয় বাড়িটি কিনেছিলেন সুকুমার মৃধা বলে একজন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। মনে করা হচ্ছে বাংলাদেশ থেকে আসা ৩০০ কোটি টাকায় এই সম্পত্তি কেনা হয়েছিল। বাংলাদেশ দুর্নীতি দমন শাখার অভিযোগ, এমন একাধিক স্থানে সম্পত্তি কিনে রাখা হয়েছে প্রতারণার  ৩০০ কোটি টাকায়। 
 

02:23রাহুল-আথিয়ার বিয়ে, তোড়জোড় শুরু ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান06:35যোশীমঠের ভূমিধ্বসের পরিস্থিতি ভয়াবহ, মোদীর নির্দেশে বিশেষ টিম উত্তরাখন্ডে23:18এশিয়ানেট সংলাপ- 'দ্রুত গরম হচ্ছে ভারত মহাসাগর, বাড়ছে বিপদ'- মাধবন নায়ার03:05জাতীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন অর্জুন সিং04:01কৃষকের হাতে জাতীয় পতাকা , স্বাধীনতা দিবসের অভিনব ছবি ভারত-বাংলাদেশ সীমান্তে08:34'পরিবারতন্ত্র পরিবারের উন্নতি করে, দেশের উন্নতি করতে পারে না, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন মোদী04:31স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা মোদির, 'আগামী ২৫ বছরে ৫ টি পরিকল্পনা সংকল্পকে আমাদের পূরণ করতে হবে'04:49India@75: কমলাদেবী চট্টোপাধ্য়ায় যিনি আধুনিক ভারত গঠনে নিয়েছিলেন ভূমিকা 03:26Asianet Samvad: ৭৫ তম স্বাধীনতার বর্ষে দেশ এখন অনেক মজবুতে ভিতে দাঁড়িয়ে, বললেন বিদেশমন্ত্রী 03:59ভারত বাংলাদেশ গেদে সীমান্তে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস