দেওরের প্রেমে পাগল বউদি, কীভাবে শাবলের বাড়ি দিয়ে স্বামীকে খুন, ঘটনার পুনর্নির্মাণে দেখল পুলিশ

দেওরের প্রেমে বউদি পারি জমিয়েছিল এক অন্য জগতে। স্বামীর হাতে ধরাও পড়ে যায় বউদি রূপালি পাত্র, এই নিয়ে ঝামেলা। স্বামী কৃষ্ণের বাধা মেনে নিতে পারছিল না।  রূপালি, শেষমেশ নিকেষ স্বামী। এই হাড় কাঁপানো খুনের ঘটনা পূর্ব মেদিনীপুরের ময়নার চাঁদি বেনিয়া গ্রামে। পুলিশের হাতে ধরাও পড়ে যান রূপালী পাত্র, জিজ্ঞাসাবাদেই সব বলে দেয় সে। বউদির সঙ্গেই খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে দেওর বলরাম পাত্র। শনিবার বউদি ও দেওরকে নিয়ে খুনের ঘটনার পূনর্নিমার্ণ করে পুলিশ। রূপালি পাত্র ও বলরাম পাত্রকে নিয়ে পুলিশ হাজির হয়েছিল গ্রামে। 
 

কীভাবে খুন হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা অঞ্চলের চাঁদ বেনিয়া গ্রামের কৃষ্ণ পাত্র? কীভাবে ঘূমন্ত কৃষ্ণ-র মাথায় শাবলের লাগাতার বাড়ি দিয়ে মৃত্যু নিশ্চিত করেছিল রূপালি? ময়না হত্যাকাণ্ডের তদন্তে নেমে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। এদিন চাঁদ বেনিয়াগ্রামে খুন হওয়া কৃষ্ণ পাত্রের স্ত্রী রূপালি পাত্র-কে নিয়ে যাওয়া হয়। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল  রূপালির প্রেমিক তথা কৃষ্ণ পাত্রের ভাই বলরামকেও। পুলিশের দাবি, কৃষ্ণ-র খুনে রূপালি এবং বলরাম যে জড়িত তা তারা স্বীকার করে নিয়েছে। কীভাবে কৃষ্ণকে খুন করা হয়েছিল তাও বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছে তারা। মঙ্গলবার চাঁদ বেনিয়া গ্রামে একটি নালার পাশ থেকে কৃষ্ণর দেহ উদ্ধার হয়। পেশায় সে ইঁটভাটার শ্রমিক ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বলরামের সঙ্গে রূপালি-র সম্পর্ক রয়েছে তা জানতে পেরে গিয়েছিল কৃষ্ণ। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা লেগেই থাকত। শেষ পর্যন্ত কৃষ্ণকে খুনের পরিকল্পনা করে রূপালি। মঙ্গলবার রাতে টিভি দেখতে দেখতে বারান্দার খাটে ঘুমিয়ে পড়েছিল কৃষ্ণ। আর সেই সুযোগে ঘুমন্ত কৃষ্ণ-র মাথায় লাগাতার শাবল দিয়ে বাড়ি মারে রূপালি। কৃষ্ণর মৃত্যু হলে রূপালি ফোন করে ডেকে নিয়েছিল বলরামকে। এরপর কীভাবে কৃষ্ণ-র দেহ দুজনে সরাল, খুনের বাকি প্রমাণ লোপাটের জন্য তারা কি করেছিল? তা এদিন পুলিশের সামনে অভিনয় করে দেখায় রূপালি এবং বলরাম। 

02:23রাহুল-আথিয়ার বিয়ে, তোড়জোড় শুরু ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান06:35যোশীমঠের ভূমিধ্বসের পরিস্থিতি ভয়াবহ, মোদীর নির্দেশে বিশেষ টিম উত্তরাখন্ডে23:18এশিয়ানেট সংলাপ- 'দ্রুত গরম হচ্ছে ভারত মহাসাগর, বাড়ছে বিপদ'- মাধবন নায়ার03:05জাতীয় পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন অর্জুন সিং04:01কৃষকের হাতে জাতীয় পতাকা , স্বাধীনতা দিবসের অভিনব ছবি ভারত-বাংলাদেশ সীমান্তে08:34'পরিবারতন্ত্র পরিবারের উন্নতি করে, দেশের উন্নতি করতে পারে না, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন মোদী04:31স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা মোদির, 'আগামী ২৫ বছরে ৫ টি পরিকল্পনা সংকল্পকে আমাদের পূরণ করতে হবে'04:49India@75: কমলাদেবী চট্টোপাধ্য়ায় যিনি আধুনিক ভারত গঠনে নিয়েছিলেন ভূমিকা 03:26Asianet Samvad: ৭৫ তম স্বাধীনতার বর্ষে দেশ এখন অনেক মজবুতে ভিতে দাঁড়িয়ে, বললেন বিদেশমন্ত্রী 03:59ভারত বাংলাদেশ গেদে সীমান্তে উদযাপিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস