অর্জুন সিং কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, এমন প্রশ্নের উত্তরে বেশ জোরালো ইঙ্গিত দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানালেন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইলে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। সেই সঙ্গে সিএএ নিয়ে অমিত শাহর মন্তব্যকে ভাওতাবাজি বলেও মন্তব্য করেন জ্যোতিপ্রিয়।
অর্জুন সিং-এর দলে ফেরত আসার সম্ভাবনায় এক বড় ইঙ্গিত দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। দক্ষিণ ২৪ পরগণার হাবড়ায় এক সুইমিং পুলের উদ্বোধন করতে গিয়ে রবিবার জ্যোতিপ্রিয় বলেছেন, অর্জুন সিং-এর দলে ফিরে আসার বিষয়ে উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এর দলের চেয়ারপার্সন রয়েছেন, জাতীয় সাধারণ সম্পাদক রয়েছেন। তবে তাঁরা যা সিদ্ধান্ত নেবেন দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল জেলা নেতৃত্ব তা স্বাগত জানাবে বলেও জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সম্প্রতি মাস খানেক ধরে অর্জুন সিং-এর তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। কারণ যেভাবে পাটের দাম বৃদ্ধিকে হাতিয়ার করে বিজেপি নেতৃত্বে ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন অর্জুন তাতে রাজনৈতিক মহল একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছে। এমনকী, এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেরও প্রশংসা করেছেন অর্জুন। ফলে একটা খবর চাউর হয়েছে যে তলে তলে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন অর্জুন। এদিকে, এদিন সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার ও অমিত শাহকে তোপ দাগেন জ্যোতিপ্রিয়। তিনি বলেন সিএএ নিয়ে নরেন্দ্র ও অমিত শাহরা ভাওতাবাজি করছেন। মতুয়াদের নাগরিকত্ব ইস্যু নিয়েও যে প্রতিশ্রুতি কেন্দ্র দিচ্ছে তাতেও তীব্র আঘাত হানেন জ্যোতিপ্রিয়। বলেন, মতুয়া ভদ্র, শিক্ষিত ও শান্ত- এই সুযোগের ফায়দা নিয়ে তাঁদের বুল বোঝানো হচ্ছে।