স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা মোদির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরে ৫ টি পরিকল্পনা সংকল্পকে আমাদের পূরণ করতে হবে।' কী এই পঞ্চ-সংকল্প?
স্বাধীনতা দিবসে 'পঞ্চসংকল্প' ঘোষণা মোদির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৫ বছরে ৫ টি পরিকল্পনা সংকল্পকে আমাদের পূরণ করতে হবে।' কী এই পঞ্চ-সংকল্প? প্রথম সংকল্প- বিকশিত ভারত, দ্বিতীয় সংকল্প- দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় সংকল্প- উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ সংকল্প- ঐক্যবদ্ধ থাকতে হবে, পঞ্চম সংকল্প- নাগরিক কর্তব্যে অবিচল থাকতে হবে।