শুক্রবার সেনা দিবসে মোট ১৫ জন ভারতীয় সেনা অফিসার ও জওয়ানকে সেনা পদক প্রদান করা হয়। এঁরা প্রত্যেকেই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে কৃতিত্বের নিদর্শন রেখেছেন। এই ১৫ জনের মধ্যে ৫ জন এই পুরস্কার পাচ্ছেন মরণোত্তর পুরস্কার হিসাবে। ভারতীয় সেনাবাহিনীতে, কর্তব্যের প্রতি নিষ্ঠা বা ব্যতিক্রমী সাহসের স্বীকৃতি হিসাবে সেনা পদক দেওয়া হয়। মরণোত্তর পুরস্কার যাঁরা পাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন, মেজর কেতন শর্মা, নায়েব সুবেদার, সিপাহী রামবীর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস (জাঠ রেজিমেন্ট), নায়েক সন্দীপ সিং ১০ প্যারা (বিশেষ বাহিনী), হরি ভাকর, ৪ ব্যাটালিয়ন গ্রেনেডিয়ার রেজিমেন্ট। এই ৫ জন মরণোত্তর সেনা পদক প্রাপ্পতরা ছাড়া এই বছর এই পুরস্কার পাচ্ছেন আরও যাঁরা, তাদের মধ্যে রয়েছেন - মেজর অর্চিত গোস্বামী, মেজর গুটি বালাজি নিরঞ্জন, আর্মি এভিয়েশন কর্পস, মেজর শচীন আন্দোত্রা, মেজর আমন সিং, মেজর ক্রুণাল ঠাকরে, ক্যাপ্টেন অভিষেক কতোচ, সুবেদার কে লালডালিয়ানিয়া, ল্যান্স হাভিলদার পওয়ার বিকাশ বসন্ত,
নায়েক সুরেন্দ্র সিং রাউতেলা, সিপাহী রাজপাল।