হাতির গায়ে আগুন লাগিয়ে হত্যা, নৃশংসতায় ফের শিরোনামে দক্ষিণ ভারত, গ্রেফতার ২

  • ফের শিরোনামে দক্ষিণভারতে হাতি হত্যা
  • গায়ে আগুন লাগিয়ে বুনো হাতিকে হত্যার অভিযোগ
  • ১৯ জানুয়ারি এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে
  • ইতিমধ্যেই পুলিশ বন দফতরের সহায়তায় ২ জনকে গ্রেফতার করেছে
     

আরও একবার চরম লজ্জায় পড়ল মানব সভ্যতা। জীবন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেওয়া হল একটি পূর্ণবয়স্ক হাতির গায়ে। দহন জ্বালায় ছটফট করতে করতে বনে বাদাড়ে দৌড়ে বেড়ালো বন্য প্রাণীটি। শেষে জঙ্গলের এক জায়গায় রক্তাক্ত অবস্থায় বন বিভাগের রক্ষীরা তাকে পেলেও, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হল তার। আর এই বর্বরোচিত আচরণের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর মুদুমালাই ফরেস্ট রেঞ্জের মাসিনাগুড়ি-তে। জানা গিয়েছে স্থানীয় এক রিসর্টে ঢুকে পড়েছিল হাতিটি। আর তাকে তাড়াতে কয়েকজন গ্রামবাসী পাশের একটি ছাদ থেকে একটি টায়ার জ্বালিয়ে তার উপর ছুঁড়ে মারে। ভাইরাল হওয়া ভিডিও-টিতে দেখা গিয়েছে জ্বলন্ত টায়ারটি হাতিটির কানের সঙ্গে আটকে যায়। দহন জ্বালায় আর্তনিনাদ করতে করতে হাতিটি কানের সঙ্গে আটকে থাকা দাউ দাউ করে জ্বলা টায়ারটি নিয়েই বনের মধ্যে পালিয়ে যায়। বন আধিকারিকরা জানিয়েছেন, গত ১৯ জানুয়ারি হাতিটিকে তাঁরা গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়েছিলেন। অত্যন্ত দুর্বল অবস্থায় সে বনের মধ্যে ছোটাছুটি করছিল। কুমকি হাতি ব্যবহার করে তাকে ধরা হয়, তারপর তাকে ঘুমপাড়ানি গুলি চালিয়ে গুম পারিয়ে থেপ্পাকাড়ু হস্তি চিকিত্সা শিবিরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝপথেই হাতিটির মৃত্যু হয়। ময়না তদন্তে, হাতিটির পিঠে ও কানে গুরুতর দহনের ক্ষত পাওয়া গিয়েছে। ওই ক্ষত থেকে রক্তক্ষরণেই হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাতিটির বয়স ছিল ৪০ বছরের মতো। ঘটনার ভিডিও ফুটেজ ধরে তদন্ত করে পুলিশ জানতে পারে ওই টায়ার জ্বালিয়ে হাতিটির দিকে ছুঁড়ে দেওয়ার ঘটনায় জড়িত ছিল প্রশান্ত, রেমন্ড ডিন ও রিকি রায়ান নামে তিন গ্রামবাসী। তাদের তিনজনের নামেই পশু নির্যাতন (প্রতিরোধ) আইনের ধারায় মামলা করা হয়েছে। এর মধ্যে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় ব্যক্তি পলাতক।

03:37নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার07:54নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |07:54Modi on Netaji : আমাদের প্রেরণা নেতাজি, নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |01:41প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ, সঙ্গে গোটা মন্ত্রিসভা05:02Mahakumbh Fire : দাউ দাউ করে জ্বলছে ক্যাম্প! কিভাবে লাগল আগুন! মহাকুম্ভে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাংশ12:42Narendra Modi : গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি12:41গ্রামবাসীদের জন্য বিশেষ সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন কী বললেন তিনি09:12PM Modi: দূষণ কমাতে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী মোদীর, দেখুন কী বলছেন তিনি02:07থর থর কাঁপছে বাংলাদেশ, শক্তি বাড়িয়ে নিল ভারতীয় নৌবাহিনী, দেখুন ভিডিও