পাকিস্তান সীমান্তে কাশ্মীরে বরাবরই লেগে রয়েছে উত্তেজনা। চিনকে নিয়ে অরুণাচল প্রদেশ সীমান্তে সর্বদা সচেতন ভারতীয় বাহিনী। এরমধ্যেই উত্তর-পূ্র্বের আরেক রাজ্য মিজোরামে দেখা গেল জাপানের সেনা বাহিনীকে। না, তবে আশঙ্কার কিছু নেই। ভারতীয় বাহিনীর সঙ্গে সামরিক মহড়া দিতেই মিজোরামে এসেছিল জাপানি সেনা।
পাকিস্তান সীমান্তে কাশ্মীরে বরাবরই লেগে রয়েছে উত্তেজনা। চিনকে নিয়ে অরুণাচল প্রদেশ সীমান্তে সর্বদা সচেতন ভারতীয় বাহিনী। এরমধ্যেই উত্তর-পূ্র্বের আরেক রাজ্য মিজোরামে দেখা গেল জাপানের সেনা বাহিনীকে। না, তবে আশঙ্কার কিছু নেই। ভারতীয় বাহিনীর সঙ্গে সামরিক মহড়া দিতেই মিজোরামে এসেছিল জাপানি সেনা। গত ১৯ অক্টোবর ভাইরানটি শহরে আয়োজন করা হয়েছিল এই মহড়ার। সম্প্রতি প্রশিক্ষণের সেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা। এই নিয়ে দ্বিতীয় বছরে পা দিল ভারত- জাপান সামরিক মহড়া। জঙ্গলে অভিযান চালান ও জঙ্গি দমন নিয়ে দুই তরফই যৌথ অনুশীলন চালায়। এই মহড়ার আনুষ্ঠানিক নাম দেওয়া হয় 'ধর্ম গার্ডিয়ান'।