পুরভোটের আগে উতপ্ত ত্রিপুরা। বোমাতঙ্কের মাঝেই আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। 'আমরা মাথানত করব না'- অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মিছিলের অনুমতি দেয়নি ত্রিপুরা পুলিশ। অন্যদিকে রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। এইসব নিয়েই পুরভোটের আগে উতপ্ত ত্রিপুরা। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবতরণের আগেই ব্যাগ ঘিরে আগরতলা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। ব্যাগটি উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। বোমাতঙ্কের মাঝেই আগরতলায় পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি জানান এই ভাবে মানুষের উপর অত্যাচার না করে পারলে তাঁর গাড়ি উড়িয়ে দিক। মানুষের উপর কেন এত রাগ, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বিঁধলেন অভিযষেক বন্দ্যোপাধ্যায়। 'আমরা মাথানত করব না'- সেখান থেকে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়নীকে গ্রেফতারির ঘটনারও তীব্র নিন্দা করেন তিনি। তিনি জানান এই ভাবে তৃণমূলকে থামানো যাবে না। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন তিনি।