কবে কোথায় এই ভিডিও তোলা হয়েছে জানা যায়নি। তবে এই মুহূর্তে নেট দুনিয়ায় এই ভিডিও ভাইরাল। সুজয় রায় নামে ময়নাগুড়ির একজন এই ভিডিও পোস্ট করেছে। সুজয় তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছে এই ভিডিও। ৩ জানুয়ারি ভিডিওটি ফেসবুকে আপলোড করে সুজয়। এরপর থেকেই এই ভি়ডিও সমানে শেয়ার করছেন অনেকেই। দেখা গিয়েছে জঙ্গলের মধ্যে হাতির সামনে ২ জন যুবক। এক যুবক ভয়ে হাতির দিকে যাচ্ছে না, সে তাকিয়ে রয়েছে। বুনো হাতি আমচমকাই তেড়ে আসতে যায়। ভয়ে কাঁটা যুবকটি পিছিয়ে যায় হাতির আক্রমণের ভয়ে। আচমকাই ক্যামেরাবন্দি সাদা জমা পরা এক যুবক। সে পাল্টা বুনো হাতির দিকে তেড়ে যায়। হাতি এবার নিজে পিছু হঠতে থাকে। জঙ্গলের মধ্যে দিয়ে পিছু হঠতে থাকে হাতিটি। এই হাতিটি আদৌ বুনো কি না তার কোনও প্রমাণ মেলেনি। অনেকেই দাবি করেছেন হাতিটি পোষ্য, কিন্তু তাতেও প্রশ্ন আছে। হাতিটি তাহলে বিকট চিৎকার কেন করছিল, উঠেছে এই প্রশ্ন। মনে করা হচ্ছে ভিডিওটি বাংলা-অসম সীমানায় তোলা। কেউ আবার দাবি করেছেন ভিডিওটি দক্ষিণ ভারতের।