কনকনে ঠান্ডায় কাবু উত্তর ও উত্তর-পশ্চিম ভারত। গত কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহ চলছে রাজধানী দিল্লিতে। গুজরাতের রাজধানী আহমেদাবাদেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাড় হিম করা ঠান্ডায় নাকাল পশু-পাখীর দলও। এই অবস্থায় এক অভিনব উদ্যোগ নিল আহমেদাবাদের কাঁকাড়িয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
কনকনে ঠান্ডায় কাবু উত্তর ও উত্তর-পশ্চিম ভারত। গত কয়েকদিন ধরে টানা শৈত্যপ্রবাহ চলছে রাজধানী দিল্লিতে। গুজরাতের রাজধানী আহমেদাবাদেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। হাড় হিম করা ঠান্ডায় নাকাল পশু-পাখীর দলও। এই অবস্থায় এক অভিনব উদ্যোগ নিল আহমেদাবাদের কাঁকাড়িয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ঠান্ডা থেকে বাঁচতে বাঘ, সিংহের মত প্রাণিদের খাঁচায় ব্যাবস্থা করা হয়েছে হিটারের। এছাড়াও চিড়িয়াখানায় থাকা জীবজন্তুদের খাঁচাগুলিতে বিছিয়ে দেওয়া হচ্ছে শুকনো ঘাস।