এশিয়ানেট নিউজ সংলাপ-এ মুখোমুখি ডক্টর মাধবন নায়ার রাজীবন, যিনি আর্থ সায়েন্সে উপর নানা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন, কয়েক বছরে ভারতীয় উপমহাদেশে জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে , এর জন্য ভারত মহাসাগরের বেড়ে চলা উষ্ণতাকে দায়ী করেছেন তিনি |
এশিয়ানেট নিউজ সংলাপ-এ মুখোমুখি ডক্টর মাধবন নায়ার রাজীবন | তাঁর একান্ত সাক্ষাৎকার নিয়েছেন এশিয়ানেট নিউজের অলকানন্দা | ডক্টর মাধবন নায়ার রাজীবন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, যিনি আর্থ সায়েন্সে উপর নানা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন | একটা সময় কেন্দ্রীয় আর্থ ও সায়েন্স মিনিস্ট্রির সচিব ছিলেন | কয়েক বছরে ভারতীয় উপমহাদেশে জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে , এর জন্য ভারত মহাসাগরের বেড়ে চলা উষ্ণতাকে দায়ী করেছেন তিনি, অন্যান্য মহাসাগরের তুলনায় ভারত মহাসাগর দ্রুত উষ্ণ হচ্ছে বলে জানিয়েছেন | আবহাওয়া পূর্বাভাসকে এখন গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন তিনি | দেশে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে | এই প্রবণতা আগামী দিনগুলিতে আরও বাড়বে বলে মনে করছেন তিনি | সমুদ্র জলের পৃষ্ট আরও বৃদ্ধি পাবে উষ্ণায়ণের জন্য, জানিয়েছেন নায়ার |