এশিয়ানেট নিউজ সম্বাদ- মুখোমুখি অভিনব বিন্দ্রা

এশিয়ানেট নিউজ সম্বাদ- মুখোমুখি অভিনব বিন্দ্রা

Published : Jul 01, 2022, 04:30 PM IST

এশিয়ানেট নিউজ সম্বাদে মুখোমুখি অভিনব বিন্দ্রা। অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জয়ী প্রথম ভারতীয় অভিনব। দেশের খেলাধূলোর উন্নতি নিয়ে একাধিক কথা বলেন তিনি। উন্নত রাষ্ট্র তৈরিতে খেলাধূলোর কতটা দরকার, বলেছেন অভিনব। এছাড়াও অভিনব বিন্দ্রা জোর দিয়েছেন আরও কিছু বিষয়ে। ' হারা ও জেতার থেকে খেলা আরও অনেক বেশি মূল্যবান'- অভিনব বিন্দ্রা। 'হারা ও জেতা দিয়ে শুধু খেলাকে বিচার করলে হবে না'- অভিনব বিন্দ্রা। 'কারণ খেলাই শেখায় কীভাবে হারাকে গ্রহণ করতে হয় ও কীভাবে জয় পেতে হয়'- অভিনব বিন্দ্রা। 'আমার মনে হয় খেলার একটা বিশাল আবেদন রয়েছে যা সমাজ ও চরিত্র গঠনে সাহায্য করে'- অভিনব বিন্দ্রা। 'আমি মনে করছি যে সমস্ত দেশবাসী অলিম্পিকে অংশ নেবে'- অভিনব বিন্দ্রা। 
 

অভিনব বিন্দ্রা ভারতের প্রথম অলিম্পিক ক্রীড়াবিদ যিনি কোনও অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন। তাও আবার শ্যুটিং ইভেন্টে তাঁর এই স্বর্ণ পদক এসেছিল। ভারতের ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে অভিনব বিন্দ্রার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাতে কোনও সন্দেহ নেই। বরাবরই অনুশাসন প্রিয়, নিজের লক্ষে অবিচল অভিনব শুধু যে অলিম্পিকের আসরে তাঁর ক্রীড়া প্রতিভাকে মেলে ধরেছেন তা নয়, শ্যুটিং সম্পর্কিত বিশ্বজুড়ে যে কোনও প্রতিযোগিতাতেই তিনি হইচই ফেলে দিয়েছিলেন অসামান্য পারফরম্যান্স দিয়ে। আন্তর্জাতিক এবং ঘরোয়া শ্যুটিং থেকে অবসর নিলেও থেমে নেই অভিনব। তিনি বিশ্বাস করেন খেলাধূলো-ই পারে একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে। কারণ, খেলাধূলো সবসময়ই একজন ক্রীড়াবিদকে সঠিক মানসিক গঠন এবং সৎ হয়ে লক্ষে পৌঁছানোর শিক্ষা দিয়ে থাকে। আর সেই কারণেই তিনি মনে করেন স্পোর্টস বা খেলা হল যে কোনও সমাজ ও তার গঠনের অবিচ্ছেদ্য অঙ্গ। ওইভিপি বলে একটি প্রকল্প গ্রহণ করেছে অভিনব বিন্দ্রা ফাউন্ডেশন। এর জন্য ওড়িশা সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয়েছে। এখানে ১০০টি সরকারি স্কুলকে এই প্রকল্পের আওতায় বাছা হয়েছে। এই সব স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধূলোর উপরেও শিক্ষাদান করা হবে। এশিয়ানেট নিউজ সম্বাদে ওইভিপি নিয়ে একান্ত সাক্ষাৎকারে কথাও বলেছেন অভিনব বিন্দ্রা। 
 

10:21Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
04:53বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী