বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ বেঙ্গালুরুর ট্রাফিক, উঠে এল আন্তর্জাতিক সমীক্ষায়

বেঙ্গালুরু বিশ্বের সবচেয়ে ট্রাফিক সমস্যায় জর্জরিত শহর। টমটম নামে নেদারল্যান্ডের একটি সংস্থা এই সমীক্ষা চালিয়েছে। তাতে ৫৭টি দেশের ৪১৫ টি শহরকে পিছনে ফেলে ভারতের তথ্যপ্রযুক্তি শহর বেঙ্গালুরু প্রথম স্থান পেয়েছে।
 

বেঙ্গালুরু বিশ্বের সবচেয়ে ট্রাফিক সমস্যায় জর্জরিত শহর। টমটম নামে নেদারল্যান্ডের একটি সংস্থা এই সমীক্ষা চালিয়েছে। তাতে ৫৭টি দেশের ৪১৫ টি শহরকে পিছনে ফেলে ভারতের তথ্যপ্রযুক্তি শহর বেঙ্গালুরু প্রথম স্থান পেয়েছে।

এই সমীক্ষায় দেখা গেছে ২০১৯ সালে বেঙ্গালুরুবাসীর ট্রাফিক সমস্যার জন্য গড়ে  ২৪৩ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। এই সময়ে রাস্তায় আটকে থাকা মানুষজন প্রত্যেকে ২৪৪টি গাছের চারা লাগাতে পারতেন, গেম অফ থ্রোনের ২১৫টি এপিসোড দেখতে পারতেন অথবা ১৩৯টি ফুটবল ম্যাচ  এনজয় করতে পারতেন। 

প্রতিবেদনে বলা হয়েছে গতবছর ৬ এপ্রিল বেঙ্গালুরুর রাস্তায় যানজট সবচেয়ে কম ছিল এবং ২০ অগস্ট যানজট সবচেয়ে বেশি ছিল, এই সময় ১০৩ শতাংশ যানজট রেকর্ড করা হয়েছিল। যানজট সবচেয়ে প্রবল আকার নিয়েছিল শুক্রবার সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে। 

একদিকে জীবন ধারণের মান উন্নত করতে একের পর এক নির্মাণ হচ্ছে, তার সঙ্গেই ধূলো, দূষণ ছড়াচ্ছে শহরে। ক্ষতি হচ্ছে সবুজের, বিষাক্ত হয়ে উঠছে জলাশয়। 

ট্রাফিক সমস্যায় জর্জরিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা, প্রায় একই সময় এই শহরের বাসিন্দাদের যানজটের কারণে রাস্তায় আটকে থাকতে হয়। ট্রাফিক সমস্যায় জর্জরিত বিশ্বের দশটি শহরের মধ্যে বেঙ্গালুরু ছাড়াও রয়েছে আরও তিনটি শহর। এরমধ্যে মুম্বই রয়েছে চতুর্থ স্থানে, পুণে পঞ্চম এবং দিল্লি রয়েছে অষ্টম স্থানে। 
 

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন