দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পার্বত্য এলাকা নিজের প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য সুপরিচিত। এখানকার জঙ্গলে কয়েক হাজার প্রজাতির প্রজাপতি ও মথের দেখা মেলে।
দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পার্বত্য এলাকা নিজের প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্য সুপরিচিত। এখানকার জঙ্গলে কয়েক হাজার প্রজাতির প্রজাপতি ও মথের দেখা মেলে। বর্ষা বিদায় নিতেই রঙ-বেরঙের প্রজাপতি পাখা মেলতে শুরু করে দিয়েছে এই অঞ্চলে। সাদা, হলুদ, লাল, নীল রঙের মেলায় ছেয়ে যাচ্ছে গোটা অঞ্চল, যা কয়েকগুণ সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে পশ্চিমঘাটের। এই প্রজাপতিদের অধিকাংশই তামিলনাড়ু থেকে ডিম পাড়তে এসেছে এখানে।