নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তরপূর্বের বিজেপি শাসিত রাজ্য অসম। বুধবার দিনভর দফা দফায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন। রাতের দিকে অবস্থা আরও খারাপ হয়।
নাগরিকত্ব বিলের প্রতিবাদে প্রায় রণক্ষেত্রের চেহারা নিয়েছে উত্তরপূর্বের বিজেপি শাসিত রাজ্য অসম। বুধবার দিনভর দফা দফায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি প্রশাসন। রাতের দিকে অবস্থা আরও খারাপ হয়। আন্দোলনকারীরা হামলা চালায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও অন্যান্য বিজেপি নেতাদের বাড়িতে। ভাঙচুর করা হয় ডিব্রুগড়ের দুটি রেল স্টেশনে। গুয়াহাটি ও ডিব্রুগড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। অসমের ১০ জেলায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। রাতে অসমের তিন জেলায় সেনা মোতায়েন করা হয়।