ওদের সকলের শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য রোগ। তাই বলে থেমে থাকেনি জীবনের চলা। সব প্রতিকূলতা কাটিয়ে ওরা গেয়ে চলেছে জীবনের জয়গান। জয় করেছে মারণ ক্যানসারকে। এবার ওড়িশার রাজধানী ভূবনেশ্বরে আয়োজিত এক ফ্যাশন শোয়ে নিজেদের কামাল দেখালের এই ক্যানসার জয়ীরা। সমাজে পিছিয়ে পড়া শ্রেণির শিশুদের সাহায্য করতে আয়োজন করা হয়েছিল এই ফ্যাশন শো। সেখানেই ব়্যাম্পে হেটে সকলকে মাত করলেন এই জীবনযুদ্ধের সংগ্রামীরা। জীবন যুদ্ধে হার না মানা এই মানুষগুলিকে ইচ্ছে শক্তিকে স্যালুট জানাতেই হয়।
ওদের সকলের শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য রোগ। তাই বলে থেমে থাকেনি জীবনের চলা। সব প্রতিকূলতা কাটিয়ে ওরা গেয়ে চলেছে জীবনের জয়গান। জয় করেছে মারণ ক্যানসারকে। এবার ওড়িশার রাজধানী ভূবনেশ্বরে আয়োজিত এক ফ্যাশন শোয়ে নিজেদের কামাল দেখালের এই ক্যানসার জয়ীরা। সমাজে পিছিয়ে পড়া শ্রেণির শিশুদের সাহায্য করতে আয়োজন করা হয়েছিল এই ফ্যাশন শো। সেখানেই ব়্যাম্পে হেটে সকলকে মাত করলেন এই জীবনযুদ্ধের সংগ্রামীরা। জীবন যুদ্ধে হার না মানা এই মানুষগুলিকে ইচ্ছে শক্তিকে স্যালুট জানাতেই হয়।